পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Zoological Survey of India: 664 নতুন প্রাণীজ আবিষ্কার জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার

শনিবার ছিল জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার 108তম প্রতিষ্ঠা দিবস ৷ সেই নিয়ে কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে 664 নতুন প্রাণীজ আবিষ্কারের তথ্য প্রকাশ করা হয় ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ৷

Zoological Survey of India
Zoological Survey of India

By

Published : Jul 1, 2023, 8:06 PM IST

কলকাতা, 1 জুলাই: 2007 সাল থেকে জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা জেডএসআই প্রাণীজ আবিষ্কারের তথ্য সংগ্রহ করার জন্য পদক্ষেপ করে চলেছে । শনিবার ভারতের প্রাণী সর্বেক্ষণের 108তম প্রতিষ্ঠা দিবসে ‘প্রাণী আবিষ্কার - নতুন প্রজাতি ও নতুন রেকর্ড’ শিরোনামের 664টি নতুন প্রাণীজ আবিষ্কারের তথ্য প্রকাশ করলেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী ভূপেন্দ্র যাদব ।

এর মধ্যে 467টি নতুন প্রজাতি ও ভারতে নতুন রেকর্ড করা 197টি প্রজাতি অন্তর্ভুক্ত রয়েছে । ভারতের প্রাণীজ বৈচিত্র্য 103922 প্রজাতিতে উন্নীত হয়েছে । 2022 সালে গত 10 বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক নতুন আবিষ্কার হয়েছে ৷ এই বছরের প্রধান অবদান হল - 3টি নতুন স্তন্যপায়ী প্রাণীর প্রজাতির আবিষ্কার ও একটি নতুন রেকর্ড, 2টি পাখির নতুন রেকর্ড, 30টি নতুন সরীসৃপের আবিষ্কার ও দু’টি নতুন রেকর্ড, 6টি নতুন উভচরের প্রজাতি ও একটি নতুন রেকর্ড এবং মাছের 28টি নতুন প্রজাতির আবিষ্কার এবং 8টি নতুন রেকর্ড ।

জেডএসআই-কে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেন, "জেএডএসআই-এর কাজ ভারতের প্রাণীজ বৈচিত্র্য সংরক্ষণ ও সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ । আমাদের নিজেদের রক্ষা করার জন্য এই বৈচিত্র্য রক্ষা করতে হবে । মানুষের শ্রেষ্ঠত্ব একটি মিথ । জলবায়ু পরিবর্তন একে ধ্বংস করেছে । কিন্তু মানুষের অহংকার মানুষের পক্ষে এই সহজ সত্যটি দেখতে কঠিন করে তোলে । দীর্ঘ সময় ধরে, মানুষ বিশ্বাস করে যে তারা উচ্চতর । কারণ তাদের মস্তিষ্ক আছে এবং তাই তারা চিন্তা করতে পারে ।"

জেডএসআই জানিয়েছে, 2022 এর মধ্যে, কেরালা থেকে সর্বাধিক নতুন আবিষ্কার রেকর্ড করা হয়েছে 14.6 শতাংশ ৷ এছাড়া তারপরে কর্ণাটক 13.2 শতাংশ, তামিলনাড়ু 12.6 শতাংশ, পশ্চিমবঙ্গ 7.6 শতাংশ এবং অরুণাচল প্রদেশ 5.7 শতাংশ নতুন আবিষ্কার রেকর্ড করা হয়েছে ৷ তাছাড়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে 8.4 শতাংশ নতুন আবিষ্কারের রেকর্ড করা হয়েছে ৷ 100টিরও বেশি ইনস্টিটিউট, জেডএসআই-এর 16টি আঞ্চলিক কেন্দ্রের সঙ্গে নতুন আবিষ্কারে অবদান রেখেছে ।

বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া উদ্ভিদ শ্রেণিবিন্যাসের ক্ষেত্রে প্রাচীনতম গবেষণা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি, যা প্রতি বছর ভারতের উদ্ভিদ আবিষ্কারগুলি প্রকাশ করে । বর্তমান অনুমান অনুসারে, ভারতে 55300টিরও বেশি প্রজাতির উদ্ভিদ রয়েছে । হটস্পট অঞ্চলগুলি যেমন পশ্চিমঘাট ও উত্তর পূর্ব অঞ্চলগুলিতে মোট আবিষ্কারের 23 শতাংশ অবদান রেখেছে । রাজ্যভিত্তিক বিশ্লেষণে, কেরালা থেকে সর্বাধিক আবিষ্কার করা হয়েছিল ৷ তারপর জম্মু ও কাশ্মীর এবং অরুণাচল প্রদেশ থেকে ।

ABOUT THE AUTHOR

...view details