কলকাতা, 20 অগাস্ট : প্রথম ভার্চুয়াল বৈঠকে যুব যোদ্ধাদের কোরোনার বিরুদ্ধে লড়ার বার্তা দিলেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, বাংলার যুবশক্তির সদস্যদের অন্তত প্রতিটি এলাকার 10টি পরিবারের দায়িত্ব নিতেই হবে । যুব যোদ্ধাদের লড়াইয়ের মানসিকতা থাকলে বাংলাই প্রথম কোরোনামুক্ত হবে ।
কোরোনার বিরুদ্ধে যুদ্ধে নামবে যুবশক্তি, প্রথম বৈঠকে লড়াইয়ের রূপরেখা অভিষেকের - যুব তৃণমূল সভাপতি
2021-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যুবসমাজকে একত্রিত করে বৃহত্তর প্লাটফর্ম তৈরি করতে চলেছে তৃণমূল কংগ্রেস । গতকাল দলের যুব যোদ্ধাদের নিয়ে প্রথম বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
2021-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যুবসমাজকে একত্রিত করে বৃহত্তর প্ল্যাটফর্ম তৈরি করতে চলেছে তৃণমূল কংগ্রেস । ইতিমধ্যেই জেলায় জেলায় যুবক-যুবতিরা "বাংলার যুবশক্তি" কর্মসূচিতে সামিল হয়েছেন । এই যুবক-যুবতিদের কাজ কী হবে তা চূড়ান্ত করতে গতকাল ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক । প্রথম বৈঠকেই কোরোনার বিরুদ্ধে লড়াইয়ের সার্বিক রূপরেখা তৈরি করেন তিনি ।
কাজ সম্পর্কে অভিষেক জানান, যুবশক্তির সদস্যদের প্রতিটি এলাকায় 10টি করে পরিবারের দায়িত্ব নিতে হবে । ওই পরিবারগুলির কারও কোরোনা হলে পরিষেবা দেওয়ার দায়িত্ব নিতে হবে । কীভাবে থাকবেন, কোথায় পরীক্ষা করাবেন, কী কী সর্তকতা অবলম্বন করবেন তা জানিয়ে যাবতীয় সাহায্য করতে হবে । কোরোনা সংক্রমণের মাঝে রাজ্য সরকারের পরিষেবাগুলো সাধারণ মানুষের কাছে যাতে সঠিকভাবে পৌঁছায় তার ব্যবস্থা করতে হবে । কার্যত মানুষের সঙ্গে সরকারের সেতুবন্ধের কাজ চালাতে হবে । এইক্ষেত্রে যাবতীয় সমস্যার কথা জানাতে হবে দলীয় নেতৃত্বকে । তৃণমূল যুব সভাপতির পরামর্শ, BJP, কংগ্রেস, CPI(M) না দেখে জাতি ও ধর্মের ঊর্ধ্বে উঠে কোরোনা আবহে সকলের পাশে দাঁড়াতে হবে ।