পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

একাধিক ইশুতে রাজ্যজুড়ে পথে নামবে যুব মোর্চা

রাজ্যে বিদ্যুৎ এর মাশুল বৃদ্ধির প্রতিবাদে 11 সেপ্টেম্বর CESC-র প্রধান দপ্তর ভিক্টোরিয়া হাউস ঘেরাও কর্মসূচির ডাক দিল ভারতীয় জনতা যুব মোর্চা৷ সেই সঙ্গে 15-20 সেপ্টেম্বর দাঁড়িভিট কাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে পথে নামবে যুব মোর্চা ৷

দেবজিৎ মজুমদার

By

Published : Sep 6, 2019, 7:42 PM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর : বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে 11 সেপ্টেম্বর ধর্মতলায় CESC-র প্রধান দপ্তর ভিক্টোরিয়া হাউস ঘেরাও কর্মসূচির ডাক দিল যুব মোর্চা ৷ আজ সাংবাদিক বৈঠকে জানালেন যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার । এদিন সাংবাদিক বৈঠকে দেবজিৎ সরকার অভিযোগ করেন , " বিদ্যুতের মাশুল নিয়ে তোষণ করছে তৃণমূল সরকার ৷ রাজ্যের বেশ কিছু এলাকায় মিটারের রিডিং নেয় না বিদ্যুৎ পর্ষদ ৷ CESC কর্মীদের সঙ্গে বোঝাপাড়া রয়েছে পর্যদের কর্মীদের । এদিকে CESC কর্তাদের সঙ্গে দহরম-মহরম রয়েছে তৃণমূলের শীর্ষকর্তাদের ৷ ভোট ব্যাংক ধরে রাখার জন্য তৃণমূল সরকার এই কাজ করছে৷ "

এদিকে দাঁড়িভিট কাণ্ড নিয়ে পথে নামছে যুব মোর্চা ৷ রাজ্যজুড়ে যুবমোর্চার 38 টি সাংগঠনিক জেলায় প্রতিবাদ হবে ৷ যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার বলেন, " চলো দাড়িভিট" কর্মসূচির ডাক দিয়েছে যুব মোর্চা ৷ "উর্দু নয় বাংলা চাই, তাপস- রাজেশের মৃত্যুর তদন্ত চাই" এই দাবিতে 15-20 সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে৷ 15-20 সেপ্টেম্বর রাজ্যজুড়ে মিছিল করবে যুব মোর্চা ৷ 20 সেপ্টেম্বর যুবমোর্চার 38 টি সাংগঠনিক জেলায় 38 টি বড় জনসভা হবে৷ সেখানে উপস্থিত থাকবেন যুব মোর্চা ও BJP-র কেন্দ্রীয় নেতৃত্ব ৷ "

এ দিকে মহালয়ার পর থেকে দুর্গাপুজো পর্যন্ত সারা রাজ্যে "অসূর মর্দিনী" নামাঙ্কিত শুভেচ্ছা পত্র বিতরণ করবে যুব মোর্চা ৷ দেবজিৎ সরকার বলেন , " পুজোর আগেই "মুখার্জি টু- মোদি, কাশ্মির 30 " শীর্ষক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করছে যুব মোর্চা । অংশ নিচ্ছে 15 থেকে 20 হাজার প্রতিযোগী ।"

ABOUT THE AUTHOR

...view details