পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

3 মাস বিদ্যুৎ বিল মকুবের দাবিতে 1 জুলাই মানববন্ধনের ডাক যুব মোর্চার - cesc

লকডাউনের জেরে অনেকেই সমস্যায় রয়েছেন । তাই তিন মাস বিদ্যুতের বিল মকুবের দাবিতে শহরজুড়ে মানববন্ধনের ডাক দিল যুব মোর্চা

aa
যুব মোর্চা

By

Published : Jun 30, 2020, 3:31 AM IST

কলকাতা, 29 জুন: আগামী তিন মাস বিদ্যুৎ বিল মকুবের দাবিতে 1 জুলাই কলকাতায় মানববন্ধনের ডাক দিল যুব মোর্চা । তাদের তরফে শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সামাজিক দূরত্ব মেনে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হবে ।

ধর্মতলা, শ্যামবাজার, হাওড়া ব্রিজ, হাজরা, শিয়ালদায় এই কর্মসূচি পালিত হবে । যুব মোর্চার বক্তব্য, কোরোনার সংক্রমণের মাঝেও CESC লাগামছাড়া বিল পাঠাচ্ছে । সংসার চালাতে হিমশিম খাচ্ছে শহরবাসী। সারা দেশের মধ্যে এই রাজ্যের বিদ্যুতের মাশুল সব থেকে বেশি । ইউনিট প্রতি সাত টাকা । তাই শহরবাসীকে কিছুটা স্বস্তি দিতে অন্তত তিন মাস বিদ্যুতের বিল মকুব করা উচিত । এই দাবিতেই মানববন্ধন করা হবে ।

যুব মোর্চার রাজ্য সভাপতি ও সাংসদ সৌমিত্র খাঁ বলেন, "তৃণমূলের সঙ্গে গোপন আঁতাত আছে CESC-র । রাজ্যেজুড়ে একচেটিয়া ব্যবসা করছে । অবিলম্বে শহরবাসীকে স্বস্তি দিতে CESC কর্তৃপক্ষ তিন মাস বিদ্যুতের বিল মকুব করুক । কোরোনার মধ্যেও আমরা আন্দোলের পথ বেছে নিতে বাধ্য হলাম । কারণ সত্যি মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে । এছাড়া অনেক গ্রাহককে তো আবার বেশি বেশি বিল পাঠাচ্ছে CESC । তাই অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত CESC-র সঙ্গে কথা বলে এই বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করা । যুব মোর্চার সহ সভাপতি প্রকাশ দাস বলেন, " যদি CESC বিদ্যুৎ বিল মকুব না করে তবে আমরা বৃহত্তম আন্দোলনে সামিল হব । প্রয়োজনে আমরা ধর্মতলায় CESC-র সদর দপ্তর ভিক্টোরিয়া হাউসও ঘেরাও করব ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details