কলকাতা, 27 জুন : তিলজলায় বন্ধ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক যুবকের দেহ । পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন ওই যুবক । অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে তিলজলা থানায় । যদিও যুবকের পরিবারের দাবি, প্রেমিকার প্ররোচনাতেই ঘটেছে এই ঘটনা । সেই বান্ধবীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । মৃতের নাম ইয়াসের ইকবাল (21)।
ফ্ল্যাটে যুবকের ঝুলন্ত দেহ, কাঠগড়ায় বান্ধবী - tiljola
তিলজলায় বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার যুবকের দেহ । অভিযোগের তির প্রেমিকার দিকে ।
মৃত ইয়াস
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, আদতে বেকবাগানের বাসিন্দা ইয়াসের গত মাসে তিলজলা রোডে একটি ফ্ল্যাট ভাড়া নেন । পরিবারের দাবি, এমনিতে হাসিখুশি থাকলেও কিছুদিন আগে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে মনমরা হয়ে যান ইয়াসের । পরে একটি নতুন সম্পর্কও তৈরি হয়।
ইয়াসেরের পরিবারের অভিযোগ, নতুন এই বান্ধবী খুবই মানসিক অত্যাচার চালাত। সেই অত্যাচার থেকেই ইয়াসের আত্মহত্যা করেছেন বলে দাবি তার পরিবারের ।