পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'বিজেপির শীর্ষ নেতৃত্ব মুখে কিছু না বললেও বিব্রত', সুকান্তর ফুটবল-মন্তব্যে দাবি সায়নীর - BJP Vivekananda Comment

Saayoni Ghosh Slams Sukanta Majumdar: বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্যের প্রতিবাদে রাজ্যে মিছিল ৷ যুব তৃণমূলের সভাপতি দাবি করলেন, বিজেপি নেতার মন্তব্যে অস্বস্তিতে গেরুয়া শিবির ৷

ETV Bharat
সায়নী ঘোষ ও শশী পাঁজা

By ETV Bharat Bangla Team

Published : Dec 26, 2023, 7:49 PM IST

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য ঘিরে বিতর্ক

কলকাতা, 26 ডিসেম্বর: "ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব মুখে কিছু না বললেও তাঁদের বিব্রত করেছে", বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য নিয়ে বললেন যুব তৃণমূলের সভাপতি সায়নী ঘোষ ৷ বিজেপি নেতার ফুটবল ও গীতা পাঠ সম্পর্কিত মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল বের করে তৃণমূল ৷ উত্তর কলকাতার শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত এই মিছিলে অংশগ্রহণ করেন শিশু ও নারী কল্যাণ মন্ত্রী শশী পাঁজা, যুব তৃণমূলের সভাপতি সায়নী ঘোষ এবং অন্যরা । এদিন সায়নী সাংবাদিকদের বলেন, "বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার অত্যন্ত শিক্ষিত ৷ তা সত্ত্বেও তিনি স্বামীজি সম্পর্কে কিছু বিকৃত মন্তব্য করেছেন, যা আপামর বঙ্গবাসীকে বিরক্ত করেছে ৷ বিজেপি পশ্চিমবঙ্গ থেকে 35টি আসন পাবে বলেছে ৷ এরকম কথাবার্তা বললে তো সাড়ে 3টে আসনও পাবে না ৷"

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্যে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে ৷ তৃণমূলের অভিযোগ, তিনি স্বামী বিবেকানন্দকে অসম্মান করেছেন ৷ রবিবার, 24 ডিসেম্বর ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান হয় ৷ এদিন সুকান্ত মজুমদার বলেন, "যাঁরা ফুটবল খেলাকে গীতপাঠের তুলনায় ভালো বলছেন, তাঁরা বামপন্থী প্রোডাক্ট ৷" এদিকে স্বামী বিবেকানন্দ তাঁর বাণীতে তরুণ সমাজকে ফুটবল খেলা নিয়ে অনুপ্রেরণা দিয়েছেন ৷ এই অবস্থায় বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্তের মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয় ৷ তৃণমূল সুকান্ত মজুমদারের ক্ষমা দাবি করে ৷

এই মিছিল প্রসঙ্গে মন্ত্রী শশী পাঁজা বলেন, "সুকান্ত মজুমদারের বক্তব্যের পর 48 ঘণ্টা অতিবাহিত হয়ে গিয়েছে ৷ বিজেপির রাজ্য সভাপতি এখনও এই নিয়ে ক্ষমা চাননি ৷ বিবেকানন্দকে অসম্মানজনক কথা বলে বিজেপির রাজ্য সভাপতির মনে কোনও গ্লানি নেই ৷ আর তাই পথে নেমেছে তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির রাজ্য সভাপতি এই বক্তব্যের সমালোচনা করে মিছিল করা হচ্ছে ৷ তাদের দাবি, বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করুন, তাঁরাও কি সুকান্ত মজুমদারের এই বক্তব্যটি সমর্থন করেন ? নাকি এর নিন্দা করছেন ৷ বাস্তবে কি তাঁরা সুকান্ত মজুমদারকে ক্ষমা চাওয়ার জন্য বলবেন ?"

এদিন যুবনেত্রী সায়নী ঘোষ বলেন, "বিবেকানন্দকে অপমান করে বিজেপি রাজ্য সভাপতি বাস্তবে বাংলার মানুষকে অপমান করেছেন ৷ তাই তাঁকে ক্ষমা চাইতে হবে ৷ বিবেকানন্দ কখনওই বলেননি গীতা পাঠ করো না ৷ স্বামীজি কর্মযোগের কথা বলেছেন ৷ সেখানে স্বামীজীর মূল বক্তব্যের অর্থ না বুঝে তাঁকে অপমান করা হয়েছে ৷" বিজেপিকে তুলোধনা করে সায়নী আরও বলেন, "রবীন্দ্রনাথ ঠাকুর বিজেপির নয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও বিজেপির নয় ৷ স্বামী বিবেকানন্দ বিজেপির নয় ৷ আর তাই জন্য বাংলাও বিজেপির নয় ৷ বিবেকানন্দ কোনও দিন বলেননি গীতা পাঠ না করে ফুটবল খেলো ৷ তিনি কর্মযোগের কথা বলেছেন ৷" এদিকে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৷

আরও পড়ুন:

  1. বিবেকানন্দের বাণী নিয়ে সুকান্তের বিতর্কিত মন্তব্যে, প্রতিবাদে পথে নামছে তৃণমূল
  2. নাড্ডাকে সঙ্গে নিয়ে কালীঘাট মন্দিরে পুজো অমিত শাহের
  3. 'এটা পূর্ব পরিকল্পিত', সংসদে হামলা নিয়ে স্পষ্ট অভিযোগ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের

ABOUT THE AUTHOR

...view details