পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Man Attacked by Friend: লুডো খেলাকে কেন্দ্র করে বচসা, মেটিয়াবুরুজে বন্ধুকে রাস্তায় ফেলে কোপাল যুবক - মেটিয়াবুরুজে বন্ধুকে কোপাল যুবক

লুডো খেলাকে কেন্দ্র করে বচসা ৷ আর সেই বিবাদের জেরে বন্ধুকে রাস্তায় ফেলে কোপানোর অভিযোগ তাঁর বন্ধুর বিরুদ্ধে ৷ মেটিয়াবুরুজের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

ETV Bharat
প্রতীকী ছবি

By

Published : Jul 14, 2023, 11:00 PM IST

কলকাতা, 14 জুলাই:খাস কলকাতায় লুডো খেলাকে কেন্দ্র করে গণ্ডগোল । আর তার জেরে এক যুবককে রাস্তায় ফেলে কোপানোর অভিযোগ উঠল তাঁরই বন্ধুর বিরুদ্ধে ৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে মেটিয়াবুরুজ থানার অন্তর্গত মুদিয়ালি লেনে । আহত যুবকের নাম জামিরউদ্দিন ৷ অভিযুক্ত যুবকের নাম জাহিদ হোসেন ৷ আহত যুবক বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক । ঘটনায় অভিযুক্ত বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ । তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 307 ধারায় খুনের চেষ্টার মামলা রুজু করেছে পুলিশ । ঘটনায় ব্যবহৃত রক্তমাখা ছুরিটি উদ্ধার করেছে পুলিশ ।

শুক্রবার ভর সন্ধ্যায় এই হাড় হিম করা এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । কলকাতা পুলিশ সূত্রের খবর, এদিন বিকেল পৌনে ছ'টা নাগাদ মেটিয়াবুরুজ থানার অন্তর্গত মুদিয়ালি লেনের বালাম তালাব এলাকায় রাস্তার ধারেই লুডো খেলছিল বছর 20 এর জাহিদ হোসেন এবং তাঁর এক বন্ধু । অভিযোগ সেই সময় লুডো খেলার বেশ কয়েক দান এগিয়ে যাওয়ার পর আচমকাই তাঁদের কাছে আসে অপর বন্ধু শেখ জামিরউদ্দিন ।

জানা গিয়েছে, শেখ জামিরউদ্দিন নামে ওই যুবকও লুডো খেলায় যোগ দেওয়ার ইচ্ছেপ্রকাশ করে । কিন্তু শেখ জামিরউদ্দিনকে অভিযুক্ত জাহিদ হোসেন জানিয়ে দেয়, খেলার মাঝ পথে সে অংশ নিতে পারবে না ৷ কারণ খেলা অনেক দূর এগিয়ে গিয়েছে । কিন্তু লুডো খেলার এক প্রকার জেদ ধরে বসে বন্ধু শেখ জামিরউদ্দিন । এই নিয়ে শেখ জামিরউদ্দিনের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে জাহিদ । অভিযোগ, এরপরেই আচমকা অভিযুক্ত জাহিদ হোসেন পকেট থেকে একটি ধারালো ছুরি বার করে সোজা জামিরউদ্দিনের পেটে ঢুকিয়ে দেয় ।

আরও পড়ুন: 13 বছরের কিশোরীর প্রাণ কাড়ল ডেঙ্গি, স্থানীয় কাউন্সিলের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন

এরপর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে জামিরউদ্দিন । অভিযোগ, সেখানেই না থেমে ফের সেই রক্তামাখা ছুরি দিয়ে অভিযুক্ত যুবক কোপাতে থাকে জামিরউদ্দিনকে ৷ এলাকার বাসিন্দারা ছুটে এলে সে ঘটনাস্থল ছেড়ে পালায় । তবে কিছুটা দূরেই এলাকার লোকজন জাহিদ হোসেনকে ধরে ফেলে । এরপর মেটিয়াবুরুজ থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং অভিযুক্তকে থানায় নিয়ে যায় । এই ঘটনায় কলকাতা পুলিশের ডিসি পোর্ট জাফার আজমল কিদুয়াই ইটিভি ভারতকে জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত চলছে । আগামিকাল অভিযুক্তকে আদালতে পেশ করা হবে ।

ABOUT THE AUTHOR

...view details