কলকাতা , 18 মে : স্নান করতে নেমে গঙ্গায় ডুবে মৃত্যু হল এক যুবকের । নাদিয়াল ঘাটের ঘটনা । স্থানীয় বাসিন্দারা প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাঁর দেহ উদ্ধার করেন । তাঁরা বলেন, বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে ডুবে যান ওই যুবক । ঘটনার তদন্ত শুরু করেছে নাদিয়াল থানার পুলিশ ।
নাদিয়ালে গঙ্গায় ডুবে যুবকের মৃত্যু - Death
প্রতিদিনই বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে যাচ্ছিলেন উজির আলম । 19 বছরের ওই যুবকের বাড়ি ডা: AK রোডে । দুপুর তিনটে নাগাদ স্নান করতে নামেন তিনি ।দুপুর 3টে 50 নাগাদ তাঁকে গঙ্গায় ডুবে যেতে দেখেন স্থানীয় কয়েকজন ।
![নাদিয়ালে গঙ্গায় ডুবে যুবকের মৃত্যু Kolkata](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7253394-50-7253394-1589819977607.jpg)
প্রতিদিনই বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে যাচ্ছিলেন উজির আলম । 19 বছরের ওই যুবকের বাড়ি ডা: AK রোডে । দুপুর তিনটে নাগাদ স্নান করতে নামেন তিনি । ভালো সাঁতার জানতেন না । তারপরও দীর্ঘক্ষণ গঙ্গায় স্নান করছিলেন । দুপুর 3টে 50 নাগাদ তাঁকে গঙ্গায় ডুবতে দেখেন স্থানীয় কয়েকজন । উজিরের বন্ধু এবং স্থানীয়দের চেষ্টায় বিকেল পৌনে পাঁচটা নাগাদ উদ্ধার হয় তাঁর দেহ ।
খবর পেয়ে পুলিশ উজিরের দেহ উদ্ধার করে নিয়ে যায় SSKM হাসপাতালে । সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে নাদিয়াল থানার পুলিশ।