পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Road Accident : বিশ্ব বাংলা সরণির কাছে লরির ধাক্কায় মৃত বাইক আরোহী - সাগর মণ্ডল

সকাল 6টা নাগাদ বাইকে করে রুবির পথ ধরে সেক্টর ফাইভে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন যুবক ৷ সেই সময় উল্টোদিক থেকে আসা ট্রাকর ধাক্কায় মারা যান

মৃত সাগর মণ্ডল
মৃত সাগর মণ্ডল

By

Published : Nov 16, 2021, 10:58 AM IST

কলকাতা, 16 নভেম্বর : শহরে পথ দুর্ঘটনাস্থল বিশ্ব বাংলা সরণি সংলগ্ন অঞ্চল । মঙ্গলবার সকালে এখানে বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক বাইক আরোহীর । মৃত যুবকের নাম সাগর মণ্ডল (26) । তিনি সল্টলেক সেক্টর ফাইভে তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে ।

পুলিশ সূত্রে খবর, কসবা থেকে রুবি হয়ে কর্মস্থলে যাচ্ছিলেন সাগর । সকাল ছটা পনেরো নাগাদ চিংড়িঘাটার কাছে নির্মীয়মাণ মেট্রো স্টেশনের নিচে সংকীর্ণ রাস্তাতে ওই দুর্ঘটনাটি ঘটে । অঞ্চলটি বিধাননগর কমিশনারেটের অধীনে ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাগর বাইকে তাঁর নির্দিষ্ট রুট দিয়েই যাচ্ছিলেন । অভিযোগ, উল্টোদিক থেকে দ্রুত গতিতে একটি ট্রাক আসছিল । ট্রাকটি এসে বাইকে সজোরে ধাক্কা মারে । বাইক-সহ রাস্তার ধারে ছিটকে পড়েন সাগর ।

আরও পড়ুন : Road Accident : ডেবরায় পথ দুর্ঘটনা, আহত 45 জন তৃণমূল সমর্থক

দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয় পুলিশ সাগরকে হাসপাতালে নিয়ে যায় ৷ কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি । সাড়ে 7টা নাগাদ তিনি মারা যান । ঘটনায় ঘাতক ট্রাকের খোঁজ চালাচ্ছে পুলিশ । রাস্তার সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে তদন্ত করছে পুলিশ । ঘটনার পর কিছুক্ষণ সেখানে যানচলাচলের নিয়ন্ত্রণ করা হয় ।

ABOUT THE AUTHOR

...view details