কলকাতা, ৪ জুন : মা ফ্লাইওভারে দুর্ঘটনা । তার জেরে মৃত্যু হল ১৯ বছরের যুবকের । বাইক চালাচ্ছিলেন তিনি । আর বাইকের পিছনে বসেছিলেন এক যুবতি । বর্তমানে তিনি গুরুতর আহত হয়ে SSKM হাসপাতালে ভরতি । পুলিশ সূত্রে খবর, তাঁর অবস্থা আশঙ্কা জনক ।
মা ফ্লাইওভারে দুর্ঘটনায় মৃত্যু যুবকের, গুরুতর আহত যুবতি
ফের দুর্ঘটনা ঘটল মা ফ্লাইওভারে । মৃত্যু হল ১৯ বছরের যুবকের ।
পুলিশ সূত্রে খবর, আজ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে । ঘটনায় মৃত্যু হয় অর্ঘ্য দীর্ঘাঙ্গি নামে ওই যুবকের । তিনি কলেজে ফার্স্ট ইয়ারে পড়তেন । বাড়ি হুগলির জাঙ্গিপাড়ায় । আরোহী ছিলেন দিয়া মুখার্জি । ২১ বছরের দিয়াও ছাত্রী । প্রচণ্ড গতিতে চলা বাইকটি দুর্ঘটনায় পড়ে । দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন দু'জনেই। পরে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় । সেখানে অর্ঘ্যকে মৃত বলে ঘোষণা করা হয় । দিয়াকে স্থানান্তরিত করা হয় SSKM হাসাপাতালে ।
কী ভাবে ঘটল এই দুর্ঘটনা, সে সম্পর্কে এখনও নিশ্চিত নয় পুলিশ । পুলিশের প্রাথমিক অনুমান, পিছন থেকে কোনও গাড়ি তাঁদের মেরে পালিয়ে যায় । তবে খতিয়ে দেখা হচ্ছে CCTV । ঘটনার তদন্ত চলছে । মা ফ্লাইওভারে কেন একের পর এক দুর্ঘটনা ঘটছে তা নিয়ে চিন্তিত পুলিশ । আজই দুপুর ২ টা নাগাদ মা ফ্লাইওভারে গৌতম পাল নামে 35 বছরের এক ব্যক্তি গুরুতর আহত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে ভরতি হন । গতকালও ঘটেছে বাইক দুর্ঘটনা ।