কলকাতা, 2 সেপ্টেম্বর: রিজেন্ট পার্কে বাজে পড়ে মৃত্যু হল বছর চব্বিশের এক যুবকের । তাঁর নাম কৌশিক কর ৷ কলকাতার এক কলেজের পড়ুয়া ছিলেন ওই যুবক । মৃতের বাবার নাম অলোক কর । তিনি কেন্দ্রীয় সরকারী কর্মী ৷ পুলিশ সূত্রে খবর, শনিবার জিম থেকে ফিরে ভেজা কাপড়-জামা বাড়ির ছাদে মেলতে গিয়েছিল ওই যুবক ৷ তারপর ছাদে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছিল সে । তখনই বাজ পড়ে প্রাণ যায় ওই যুবকের । ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ।
ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক থানা এলাকার আনন্দপল্লিতে । ঘটনার পর পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেয় ৷ শনিবার বেলা 12টা নাগাদ এই ঘটনাটি ঘটে ৷ ছেলের এই অকাল মৃত্যুতে দিশেহারা কৌশিকের পরিবার ৷
আবহাওয়া দফতর সূত্রে খবর, শুধু কলকাতাতেই নয়, এদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হচ্ছে ৷ এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল ৷ বজ্রবিদ্যুৎ-সহ কখনও মুসলধারে কখনও হালকা বৃষ্টি হচ্ছে দফায় দফায় ৷ কলকাতার মতো দক্ষিণ 24 পরগনাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে ৷ এদিন লাগাটার বৃষ্টির ফলে কলকাতার কয়েকটি জায়গায় জলও জমে যায় ৷ কাজে বেরিয়ে ভোগান্তিতে পড়েন অনেকে ৷ জল দাঁড়িয়েছে উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার একাধিক এলাকায় ৷
আরও পড়ুন: আজ থেকে ভাসবে বাংলা, নতুন সপ্তাহে দুয়ারে নিম্নচাপ
আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তার প্রভাবেই বৃষ্টি হচ্ছে ৷ আগামী মঙ্গলবার ওই ঘূর্ণাবর্তের প্রভাবে একটি নিম্নচাপ বলয়ও তৈরি হতে পারে ৷ এর জেরে আগামী কয়েকদিন বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ৷ রবিবার থেকে কলকাতার পাশিপাশি ভারী বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর ও হাওড়াতে ৷ কলকাতা-সহ দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় গত কয়েকদিনে বেশ ভালো গরম পড়েছে ৷ এই বৃষ্টিতে সেই হাসফাঁস গরম থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে ৷