কলকাতা, 1 সেপ্টেম্বর : গল্ফগ্রিনের রাস্তা থেকে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত মৃতদেহ ৷ আজ সকাল সাড়ে 6 টা নাগাদ গল্ফগ্রিনের সেন্ট্রাল পার্কের পাশে ফেজ় 2 এলাকা থেকে তাঁর দেহ উদ্ধার হয় । মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি ৷
মৃতদেহটি একপাশে কাত হয়ে পড়েছিল । মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল । মাথায়, হাতে, পায়ে আঘাতের চিহ্ন ছিল । স্থানীয়রা বলেন, গতরাত 12 টা নাগাদ বেশ কয়েকজন দৌড়াদৌড়ি করছিল ৷ তখন পুলিশে খবর দেওয়া হয় । পুলিশ এসে কয়েকজনকে তুলে নিয়ে যায় । তারপর আজ সকালে একটি নির্মীয়মাণ বহুতলের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই যুবককে । খবর পেয়ে পুলিশ এসে তাঁকে বাঙুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷