জবাব চেয়ে প্রধানমন্ত্রী মোদিকে এক কোটি চিঠি পাঠাবে যুব কংগ্রেস কলকাতা, 3 এপ্রিল: রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ কেন করা হল ? এই প্রশ্নের জবাব চাইতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠাবে যুব কংগ্রেস । সারা দেশ থেকে এক কোটি পোস্ট কার্ড পাঠানো হবে । যার মধ্যে পশ্চিমবাংলা থেকে 3 লাখ পোস্ট কার্ড পাঠানো হবে । সঙ্গে থাকবে জেপিসি গঠনের দাবি । সোমবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের তরফে এই কর্মসূচির কথা জানানো হয়েছে ।
পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস সভাপতি আজাহার মল্লিক বলেন, "নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়ে জবাব চাইবে যুব কংগ্রেস । জবাব দো মোদীজি - এই নামে পোস্ট কার্ড পাঠানো হবে । যুব কংগ্রেস ছাড়াও সাধারণ মানুষের তরফে এই কার্ড পাঠানো হবে । এই পোস্ট কার্ডে সাধারণ মানুষের সাক্ষর সংগ্রহ করা হবে । প্রায় তিন থেকে চার লাখ পোস্ট কার্ড পাঠানো হবে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঠিকানায় আমরা পাঠাব । দেশ জুড়ে 1 কোটি পোস্ট কার্ড পাঠানো হবে মোদিজির কাছে ।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানোর জন্য তৈরি হওয়া পোস্ট কার্ড রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অর্ঘ্য গণ বলেন, "এই পোস্ট কার্ড আমজনতার কাছে আমরা নিয়ে যাব ।আগামীকাল 4 থেকে 20 এপ্রিল পর্যন্ত এই কর্মসূচি । আমজনতা এই পোস্ট কার্ড সই করবেন । সঙ্গে থাকবে ওই ব্যক্তির মোবাইল নম্বর ।" একই সঙ্গে প্রশ্নও তোলা হয় যুব কংগ্রেসের তরফে । আজহার মল্লিক প্রশ্ন করেন, "আদানি কত টাকা ডোনেশন দিয়েছে বিজেপিকে ? আদানি কতবার প্রধানমন্ত্রী মোদিজির সঙ্গে বিদেশ সফরে গিয়েছেন ? বিদেশ সফরের পরে আদানি কতগুলি কন্ট্রাক্ট পেয়েছেন ?"
যুব কংগ্রেসের সাংবাদিক বৈঠক এদিকে রাম নমবীর মিছিল ঘিরে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় অশান্তি ছড়িয়েছে । এই অশান্তির জন্য রাজ্য প্রশাসনকে দায়ী করেছে যুব কংগ্রেস । তাদের অভিযোগ, রাজ্যে তৃণমূল আর বিজেপি এক । বিজেমূল । সাগরদিঘির ভোটের পরে বিজেপি আর তৃণমূল ভীত হয়েছে । তাই হিংসা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে । দুই দল পরিকল্পিত ভাবে করছে । হাওড়া ও হুগলিতে দু’টি শান্তি মিছিল করা হবে বলে জানিয়েছে যুব কংগ্রেস ।
আরও পড়ুন:'মিত্রকাল'-এর বিরুদ্ধে এই লড়াই, জামিনের মেয়াদ বৃদ্ধির পর মন্তব্য রাহুলের