পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টলিউডে অভিনয়ের সুযোগ দেওয়ার নামে আর্থিক প্রতারণা, গ্রেপ্তার 2 - টলিউড

সিরিয়াল-সিনেমায় অভিনয়ের সুযোগ করে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ ৷ গ্রেপ্তার দুই অভিযুক্ত ৷ আজ তাদের আলিপুর আদালতে তোলা হবে ৷

monetary fraud case
in allegation of financial fraud two arrested

By

Published : Aug 30, 2020, 1:04 PM IST

কলকাতা, 30 অগাস্ট: "সিরিয়াল-সিনেমায় অভিনয় করতে চান ? যোগাযোগ করুন আমাদের সঙ্গে ।" এরকম বিজ্ঞাপন প্রায়ই দেখা যায় । কেউ কেউ আবার একমাসে অভিনয় শিখিয়ে সিরিয়ালে বড় চরিত্রে অভিনয়ের সুযোগ করিয়ে দেওয়ার দাবিও করে । অভিনয়ের সুযোগ করে দেওয়ার নামে প্রতারণা করে । এই অভিযোগ মাঝেমধ্যেই ওঠে । ফের একবার সামনে এল তেমনই একটি চক্র ৷ যুবকের অভিযোগের ভিত্তিতে দু'জনকে গ্রেপ্তার করল পুলিশ ।

গতকাল সুপ্রভাত সরকার দক্ষিণ কলকাতার চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করেন । তাঁর বাড়ি কল্যাণী থানা এলাকায় ৷ স্বপ্ন, টলিউডের নিজেকে প্রতিষ্ঠিত করা । সেই সূত্রেই যাতায়াত শুরু করেন টালিগঞ্জে । কিন্তু সেভাবে অভিনয়ের জন্য ডাক বা সুযোগ পাননি ৷ এরই মধ্যে তাঁর যোগযোগ হয় তিতাস ঘোষ, সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় ভুঁইঞা, পারমিতা ভুঁইঞা, শমীক সান্যাল, সুকান্ত ভট্টাচার্য সহ কয়েকজনের সঙ্গে । তারা তাঁকে কথা দেয় সিরিয়াল এবং সিনেমায় অভিনয় করার সুযোগ করে দেবে । অভিযোগ, জাল কাগজপত্র দেখিয়ে সুপ্রভাতের থেকে দফায় দফায় 23 লাখ টাকা নেয় তারা ৷ কিন্তু দীর্ঘদিন অপেক্ষার পরও কাজের সুযোগ পাননি সুপ্রভাত । এরপর টাকা ফেরতের দাবি জানান তিনি ৷ কিন্তু অভিযোগ টাকা ফেরত দিতে চায়নি তারা ৷ শেষে গতকাল থানায় অভিযোগ দায়ের করেন তিনি ।

ঘটনার তদন্তে নেমে পুলিশ গতরাতেই তিতাস ঘোষ এবং সুজয় ভুঁইঞাকে গ্রেপ্তার করেছে । আজ তাদের আলিপুর আদালতে তোলা হবে ৷ বাকিদের খোঁজে তল্লাশি চলছে ।

এই বিষয়ে অভিনেতা রুদ্রনীল ঘোষ জানান, টাকার বিনিময়ে অভিনয়ের সুযোগ পাওয়া যায় না ৷ বলেন," টলিউডে সেভাবে কোনও কাস্টিং ডিরেক্টর হয় না । টাকা দিয়ে অভিনয়ের সুযোগও আসে না । বিভিন্ন স্টুডিওতে যে সিরিয়ালগুলি চলে তাদের অফিসে ছবি দিয়ে আসতে হয় । তারপর নিয়মিত ফলোআপ করতে হয় । অডিশনের জন্য ডাক আসে । এটা ছাড়া অন্য কোনও পথ নেই । নতুন যাঁরা অভিনয়ে আসতে চান তাঁদের এই সারসত্যটা বুঝতে হবে । "

ABOUT THE AUTHOR

...view details