পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ক্লাবে ঢুকিয়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুন কলকাতায় - youth beaten to death

উত্তর কলকাতার মানিকতলা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবককে চোর সন্দেহে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ।

ক্লাব

By

Published : Jun 5, 2019, 5:31 PM IST

কলকাতা, ৫ জুন : অজ্ঞাতপরিচয় যুবককে পিটিয়ে খুন । উত্তর কলকাতার মানিকতলা এলাকার ঘটনা । চোর সন্দেহে ওই যুবককে ক্লাবে ঢুকিয়ে পিটিয়ে মেরে ফেলা হয় বলে অভিযোগ উঠেছে । ঘটনার তদন্ত শুরু করেছে মানিকতলা থানার পুলিশ।

মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে । মৃতদেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তে । পুলিশ কুকুর দিয়ে চালানো হচ্ছে তদন্ত । পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে ।

স্থানীয় সূত্রে খবর, আজ শিববাড়ি মাঠ বাজার থেকে চোর সন্দেহে এক যুবককে ধরে স্থানীয়রা । তাকে আটকে রাখা হয় স্থানীয় একটি ক্লাবে । অভিযোগ, সেই ক্লাবের ভিতর বেধড়ক পিটুনি দেওয়া হয় । পরে খবর পেয়ে পুলিশ ওই ক্লাবে গিয়ে যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।

পুলিশ সূত্রে খবর , ওই ক্লাব থেকে উদ্ধার হয়েছে উইকেট, ক্রিকেট ব্যাট এবং বাঁশ । ঘটনায় পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হয়েছে । ইতিমধ্যেই সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর ।

ABOUT THE AUTHOR

...view details