কলকাতা, 8 জানুয়ারি: ফের বড়সড় সাফল্য পেলেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা (Kolkata Police STF) ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে শহর কলকাতা থেকে দেড় লক্ষ টাকার জাল নোট-সহ গ্রেফতার করা হল এক যুবককে (Youth arrested with fake currency by Kolkata Police STF) ৷ ধৃতের নাম রাকিবুল শেখ। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সূত্রে খবর, ধৃত রাকিবুল মালদার কালিয়াচকের বাসিন্দা ৷ রবিবার তাকে তপসিয়া ক্রসিং থেকে হাতেনাতে লক্ষাধিক টাকার জাল নোট-সহ গ্রেফতার করে এসটিএফ ৷
লালবাজার জানিয়েছে, রাকিবুল শেখ যে মালদার কালিয়াচক থেকে কলকাতায় জাল নোটের কারবার করতে আসছে তার আগাম খবর ছিল এসটিএফ-এর গোয়েন্দাদের কাছে। পরিকল্পনামাফিক সাদা পোশাকে আগে থেকেই ঘটনাস্থলে হাজির হয়ে যান কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা। এরপর রাকিবুল ঘটনাস্থলে আসতেই তাকে হাতেনাতে ধরা হয় ৷ প্রথমে আটক করে তাঁকে নিয়ে যাওয়া হয় তপসিয়া থানায়। সেখানেই তার ব্যাগ থেকে উদ্ধার হয় দেড় লক্ষ টাকার জাল নোট ৷ উদ্ধার হওয়া সবক'টি নোটই 500 টাকার নোট বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন:মোমিনপুরে দোষীদের ধরলে 'ফিরহাদ হাকিম পুলিশের ঠ্য়াং ভেঙে দিতেন !' তোপ সজলের