পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kolkata Police STF: ফের সাফল্য কলকাতা পুলিশের এসটিএফের, লক্ষাধিক টাকার জাল নোট-সহ গ্রেফতার এক - ফের সাফল্য কলকাতা পুলিশের এসটিএফের

রবিবার তপসিয়া ক্রসিং থেকে হাতেনাতে লক্ষাধিক টাকার জাল নোট-সহ মালদার এক যুবককে গ্রেফতার করে এসটিএফ (Youth arrested with fake currency by Kolkata Police STF) ৷ ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 120 B অর্থাৎ, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে কলকাতা পুলিশ।

Kolkata Police STF
লক্ষাধিক টাকার জাল নোট-সহ গ্রেফতার মালদার যুবক

By

Published : Jan 8, 2023, 11:09 PM IST

কলকাতা, 8 জানুয়ারি: ফের বড়সড় সাফল্য পেলেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা (Kolkata Police STF) ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে শহর কলকাতা থেকে দেড় লক্ষ টাকার জাল নোট-সহ গ্রেফতার করা হল এক যুবককে (Youth arrested with fake currency by Kolkata Police STF) ৷ ধৃতের নাম রাকিবুল শেখ। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সূত্রে খবর, ধৃত রাকিবুল মালদার কালিয়াচকের বাসিন্দা ৷ রবিবার তাকে তপসিয়া ক্রসিং থেকে হাতেনাতে লক্ষাধিক টাকার জাল নোট-সহ গ্রেফতার করে এসটিএফ ৷

লালবাজার জানিয়েছে, রাকিবুল শেখ যে মালদার কালিয়াচক থেকে কলকাতায় জাল নোটের কারবার করতে আসছে তার আগাম খবর ছিল এসটিএফ-এর গোয়েন্দাদের কাছে। পরিকল্পনামাফিক সাদা পোশাকে আগে থেকেই ঘটনাস্থলে হাজির হয়ে যান কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা। এরপর রাকিবুল ঘটনাস্থলে আসতেই তাকে হাতেনাতে ধরা হয় ৷ প্রথমে আটক করে তাঁকে নিয়ে যাওয়া হয় তপসিয়া থানায়। সেখানেই তার ব্যাগ থেকে উদ্ধার হয় দেড় লক্ষ টাকার জাল নোট ৷ উদ্ধার হওয়া সবক'টি নোটই 500 টাকার নোট বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন:মোমিনপুরে দোষীদের ধরলে 'ফিরহাদ হাকিম পুলিশের ঠ্য়াং ভেঙে দিতেন !' তোপ সজলের

পরবর্তীতে অভিযুক্তকে গ্রেফতার করেন স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ৷ ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 120 B অর্থাৎ, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। ধৃত রাকিবুলের আগে কোনও অপরাধে রেকর্ড রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ রাকিবুলকে নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যে জেরাও শুরু করেছেন গোয়েন্দারা ৷

আরও পড়ুন:লেকটাউনে ট্যাক্সিকে ধাক্কা বিএসএফ’র বাসের, আহত 5

রাকিবুলের সঙ্গে কারা কারা এই জাল নোট পাচারচক্রে যুক্ত রয়েছে, তা খুঁজে বার করার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। লালবাজার সূত্রে খবর, সাম্প্রতিক অতীতে শহর কলকাতা থেকে যে সকল ব্যক্তিকে জাল নোট সরবরাহের অভিযোগের গ্রেফতার করা হয়েছে, প্রয়োজনে রাকিবুলকে তাদের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে ৷

ABOUT THE AUTHOR

...view details