কলকাতা,11 জানুয়ারি:শহর কলকাতায় যুবকের রহস্য মৃত্যু। উল্টোডাঙার কাছে চিৎপুর স্টেশনের পাশে একটি জায়গা থেকে মঙ্গলবার রাতে ওই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে । যুবকের গলার কাছে গভীর ক্ষত আছে বলে জানা গিয়েছে । শরীরের আরও কয়েকটি জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে । পুলিশের অনুমান, ধারালো অস্ত্র দিয়ে আঘাতের ফলেই তাঁর মৃত্যু হয়েছে । দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ (Police is collecting CCTV footages of the area)। তাছাড়া ওই যুবক সম্পর্কেও খোঁজ-খবর শুরু হয়েছে । জানা গিয়েছে তাঁর নাম আব্বাস আলি ।
কে বা কারা এই খুনের সঙ্গে জড়িত তা জানার কাজ শুরু হয়েছে । পুলিশকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই স্টেশনের আশপাশে সন্ধ্যার পরই সমাজ বিরোধীরা নেশার আসর বসায় । প্রতিদিনই সেখানে আব্বাস আসতেন বলেও জানা গিয়েছে । তাঁর কয়েকজন বন্ধুুর কথাও পুলিশ জানতে পেরেছে। তদন্তকারীদের অনুমান, এদিন নেশার আসরে কোনও একটি বিষয় নিয়ে আব্বাসের সঙ্গে বাকিদের বচসা হয় । সেখান থেকেই শুরু হয় হাতাহাতি । শেষমেশ ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করা হয় । বিপদ বুঝে বাকিরা সেখান থেকে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় ওখানেই পড়ে ছিলেন আব্বাস । পরে কোনও এক সময়ে তাঁর মৃত্যু হয় ।