পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Youth Beats Police: পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশকে চড়-থাপ্পড়, আটক অভিযুক্ত - youth allegedly beat traffic

পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে ৷ ঘটনাস্থলে পুলিশের সঙ্গে ধ্বস্তা-ধ্বস্তিতেও জড়িয়ে পড়ে অভিযুক্ত ৷

Youth Beats Police
ট্রাফিক পুলিশকে চড়-থাপ্পড় যুবকের

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2023, 1:02 PM IST

পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশকে মার যুবকের

বিধাননগর, 16 নভেম্বর: পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা নিউ টাউন ইকোপার্কের কাছে বন্দের মোড় এলাকায়। পুলিশ নিগ্রহের অভিযোগ মদ্যপ তরুণ-তরুণীর বিরুদ্ধে। এই ঘটনায় এক যুবককে আটক করেছে ইকোপার্ক থানার পুলিশ। জানা গিয়েছে, সকাল সোয়া 7টা নাগাদ কদম পুকুর থেকে মেইন রোড পেরিয়ে যাত্রাগাছি অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন পেশায় মিষ্টির দোকানের কর্মচারী, ঝালিগাছির বাসিন্দা 50 বছরের গৌতম কর্মকার। পরপর দু'টি সিগন্যাল লাল ছিল। ফলে রাস্তা পার হচ্ছিলেন তিনি ৷ কিন্তু প্রায় মাঝ রাস্তায় চলে যাওয়ার পর তীব্র গতির বাইকের ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়েন। ঘটনায় তাঁর শরীরে বেশ কিছু অংশে চোট লাগে ৷

তিনি বলেন, "নিউটাউন নারকেল বাগানের দিক থেকে দ্রুত গতিতে বাইকটি ইকোপার্কের দিকে আসছিল। দুটি বাইক বন্দের মোড় সিগন্যাল ভেঙে ধাক্কা মারে ৷ আমি ছিটকে পড়ে যাই ৷" এরপর ট্রাফিক কনস্টেবল পলাশ বৈদ্য একটি বাইক ধরার চেষ্টা করেন। তখন পাশের বাইকের যুবক-যুবতী নেমে তাঁকে মারধর করে বলে অভিযোগ। তাঁর পায়ে, হাতে এবং চোখের নিচে আঘাত করা হয়ছে বলে জানিয়েছেন আহত কনস্টেবল ৷

তিনি জানান, ঘন্টায় প্রায় 70 থেকে 80 কিলোমিটার গতিতে পরস্পরের সঙ্গে জয় রাইড করছিল বাইক আরোহীরা। অন্য বাইক আরোহীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়েছে। ঘটনার জেরে ক্ষিপ্ত জনতা রাস্তায় নামে। কাছেই ইকোপার্ক থানার পুলিশ ফোর্স ঘটনাস্থলে আসে। পলাশ বৈদ্যকে যে যুবক নিগ্রহ করেছে, তাঁকে জনতা ধরে পুলিশের হাতে তুলে দেয়। দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে তাঁর ধস্তাধস্তি চলে। বারেবারে সে পুলিশের হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা চালায়। পরে তাঁকে আটক করে পুলিশের জিপে তোলা হয়।

ABOUT THE AUTHOR

...view details