পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চাকরির দাবিতে নবান্ন অভিযান, পুলিশের বাধা পেয়ে মেয়ো রোডে অবস্থান যুবকদের - চাকরির দাবিতে নবান্ন অভিযান

কলেজ স্কয়্যার থেকে মিছিল করে নবান্নের উদ্দেশ্যে রওনা হন তাঁরা । তবে মেয়ো রোড পর্যন্ত মিছিল যাওয়ার পর পুলিশ বাধা দেয় । সেখানে অবস্থান বিক্ষোভে বসেন তাঁরা ।

নবান্ন অভিযান যুবশ্রী প্রকল্পের আওতাভুক্ত যুবক-যুবতীরা
নবান্ন অভিযান যুবশ্রী প্রকল্পের আওতাভুক্ত যুবক-যুবতীরা

By

Published : Jan 7, 2021, 3:16 PM IST

Updated : Jan 7, 2021, 4:49 PM IST

কলকাতা, 7 জানুয়ারি : এবার সরাসরি চাকরিতে নিয়োগের দাবি ৷ "ভাতা নয় চাকরি চাই।" এই দাবিতে আজ নবান্ন অভিযানের জন্য শামিল হন যুবশ্রী প্রকল্পের আওতাভুক্ত যুবকরা ।কলেজ স্কয়্যার থেকে মিছিল করে নবান্নের উদ্দেশ্যে রওনা হন তাঁরা । তবে মেয়ো রোড পর্যন্ত মিছিল যাওয়ার পর পুলিশ বাধা দেয় । বাধা পেয়ে সেখানে অবস্থান বিক্ষোভে বসেন তাঁরা ।

যুবকদের সাহায্যের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘‘যুবশ্রী’’ প্রকল্প শুরু করেন ৷ সেখানে বেকার যুবকদের প্রতি মাসে 1 হাজার 500 টাকা করে ভাতা দিত সরকার ৷ রাজ্যের কয়েক লাখ যুবক এই প্রকল্পের আওতায় আসে ৷ প্রতি মাসে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে যেত ৷ তবে এবার আর ভাতার দাবিতে নয়, সরাসরি চাকরির দাবি করেন তাঁরা ৷ সেই দাবি নিয়েই আজ নবান্ন অভিযানের ডাক দেয় যুবশ্রী প্রকল্পের আওতাভুক্ত যুবকরা ৷

আরও পড়ুন :- ভাতা নয়, চাকরি চায় "যুবশ্রী"-রা

23 ডিসেম্বর কলকাতার সুবোধ মল্লিক স্কয়্যারে অবস্থান বিক্ষোভে বসেন যুবশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত বেকার যুবক-যুবতিরা । তখন পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল নবান্নে শ্রমমন্ত্রী মলয় ঘটকের সঙ্গে দেখা করে অবিলম্বে যুবশ্রী প্রকল্প থেকে বেকার যুবক-যুবতিদের নিয়োগের দাবি জানায় ।

Last Updated : Jan 7, 2021, 4:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details