কলকাতা, 20 সেপ্টেম্বর: খাস কলকাতায় ডাক্তারি ছাত্রের রহস্যমৃত্যু । বুধবার ঘটনাটি ঘটেছে তিলজলায় । মৃত ছাত্রীর নাম ইস্পিতা ঘোষ । তিনি আদতে নদিয়া জেলার বাসিন্দা হলেও বেশ কয়েক মাস ধরে কলকাতার তিলজালা থানা এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া থাকছিলেন ।
এ দিন সকালে বাড়ির লোক তাঁকে ফোন করলে ইস্পিতা ফোন তোলেননি বলে অভিযোগ । এরপরেই তাঁর পরিবারের সদস্যরা ফ্ল্যাটের মালিকের সঙ্গে যোগাযোগ করেন । মালিক ঘটনাস্থলে এসে বাইরে থেকে ডাকাডাকি করলেও ঘরের ভেতর থেকে কোনও সাড়া না পাওয়ায় তাঁর সন্দেহ হয় । এরপরেই খবর দেওয়া হয় পুলিশে ।
তিলজলা থানার পুলিশ এসে দরজা ভেঙে দেখতে পান ওই ছাত্রী ঝুলন্ত অবস্থায় রয়েছেন । পরে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে । অবশ্য সুইসাইড নোটে কি লেখা রয়েছে, সেটি তদন্তের স্বার্থে প্রকাশ্যে আনতে চাইছে না পুলিশ ।
প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ এটি আত্মহত্যার ঘটনা । ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে পুলিশের তরফে ৷ পাশাপাশি ওই ছাত্রীর ব্যবহার করা মোবাইল ফোন, ল্যাপটপ ও বেশ কিছু নথিপত্র ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা । তবে পরিবারের দাবি, তাঁদের মেয়ে কখনোই আত্মহত্যা করতে পারেন না । এই ঘটনার নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে ।
নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক বলেন, এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি । ইতিমধ্যেই তিলজলা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজ করা হয়েছে । কোনও মানসিক অবস্থায় ভুগছিল কি না, তা জানার জন্য তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা ।
তদন্ত নেমে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে রোজকার মতো গতকাল রাতেও তাঁর সঙ্গে কথা হয় । প্রায় রোজ ঈস্পিতা তাঁর পরিবারের সদস্যদের ফোন করতেন । গতকাল শেষবারের মতো রাত 8টা নাগাদ কথা হয়েছিল । ফোন রাখার আগে মৃতা তাঁর মাসিকে জানিয়েছিলেন যে তাঁর ঘুম পাচ্ছে ৷ তিনি ঘুমোতে যাবেন । তারপর থেকেই তাঁকে আর ফোনে পাওয়া যায়নি । উদ্ধার করে হ্যান্ড রাইটিং এক্সপার্টকে দিয়ে পরীক্ষা করানো হচ্ছে, যে সেটি মৃতার হাতের লেখা কি না !
পার্কসার্কাসের কাছে একটি বেসরকারি সংস্থা থেকে তিনি মেডিক্যালের জন্য নিজেকে তৈরি করছিলেন বলে পুলিশ জানতে পেরেছে । হঠাৎ কেন এমন ঘটনা ঘটল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা । ঈস্পিতার মধ্যে কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলেন কি না, তা জানার জন্য ইতিমধ্যেই ফ্ল্যাটের মালিককে ডেকে থানায় জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা ।
আরও পড়ুন:অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল করার হুমকি ! হরিদেবপুরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী মহিলা