পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'সবকা সাথ', 'সবকা বিকাশ' নয় সবকা সর্বনাশ; অমিত শাহকে কটাক্ষ মমতার

চলছে প্রতিবাদ ৷ রাজ্যে মিছিলের তৃতীয় দিনে অমিত শাহকে আক্রমণ মমতার । তিনি বলেন, ''স্বরাষ্ট্রমন্ত্রী দয়া করে দেশের শান্তি বজায় রাখুন । আপনি 'সবকা সাথ' 'সবকা বিকাশ' করেননি । 'সবকা সর্বনাশ' করেছেন।''

mamata
ছবি

By

Published : Dec 18, 2019, 3:15 PM IST

কলকাতা, 18 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তর-পূর্বের রাজ্য ও দিল্লির মতো তপ্ত পরিস্থিতি পশ্চিমবঙ্গে। বিরোধিতায় পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি আগেই স্পষ্ট করে দিয়েছিলেন রাজ্যে কোনও মূল্যেই NRC, CAA হতে দেবেন না । আজ মিছিলের তৃতীয় দিনে মমতার নিশানা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । অমিত শাহকে আক্রমণ করে মমতার বক্তব্য, "স্বরাষ্ট্রমন্ত্রী দয়া করে দেশের শান্তি বজায় রাখুন । আপনি 'সবকা সাথ' 'সবকা বিকাশ' করেননি । 'সবকা সর্বনাশ' করেছেন।"

NRC নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আগেই বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । বৈঠক থেকে বেরিয়ে জানিয়ে দিয়েছিলেন,রাজ্যে NRC হতে দেবেন না । এর মাঝে জল গড়িয়েছে অনেক দূর। লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন (2019) । একাধিক জনসভায় বক্তব্য রাখতে দিয়ে বারবার দেশে NRC করার বার্তাও স্পষ্ট করেছেন অমিত শাহ।

আজ হাওড়া ময়দান থেকে ডোরিনা ক্রসিংয়ে পর্যন্ত CAA ও NRC-র বিরুদ্ধে মিছিল হয়। সেখানেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকাকে কটাক্ষ করেন মমতা। বলেন, "দেশে আগুন জ্বালানো নয় আগুন নেভানো আপনার কাজ । অমিত শাহ ভুলে যাবেন না যে, আপনি শুধু BJP নেতা নন । দেশের স্বরাষ্ট্রমন্ত্রী । দয়া করে দেশের শান্তি বজায় রাখুন । আপনি 'সবকা সাথ' 'সবকা বিকাশ' করেননি । 'সবকা সর্বনাশ' করেছেন । দেশ থেকে CAA ও NRC তুলে নিন । নাহলে আমি দেখব কী করে আপনি এই বাস্তবায়ন করেন। অনুপ্রবেশকারীদের জন্য কত ডিটেনশন ক্যাম্প বানাবেন আপনি?"

কেন্দ্রকে আক্রমণ করে মমতার বক্তব্য, "আপনারা বলেছিলেন শরণার্থীদের নাগরিকত্ব দেবেন । কিন্তু এখন বলছেন আধার কার্ডে,প্যান কার্ডে নাগরিকত্ব হবে না । তাহলে কী লাগবে ? BJP-র রক্ষাকবচ। নাগরিকত্ব আইন বেআইনি,অনৈতিক ।"

ABOUT THE AUTHOR

...view details