কলকাতা, 18 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তর-পূর্বের রাজ্য ও দিল্লির মতো তপ্ত পরিস্থিতি পশ্চিমবঙ্গে। বিরোধিতায় পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি আগেই স্পষ্ট করে দিয়েছিলেন রাজ্যে কোনও মূল্যেই NRC, CAA হতে দেবেন না । আজ মিছিলের তৃতীয় দিনে মমতার নিশানা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । অমিত শাহকে আক্রমণ করে মমতার বক্তব্য, "স্বরাষ্ট্রমন্ত্রী দয়া করে দেশের শান্তি বজায় রাখুন । আপনি 'সবকা সাথ' 'সবকা বিকাশ' করেননি । 'সবকা সর্বনাশ' করেছেন।"
NRC নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আগেই বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । বৈঠক থেকে বেরিয়ে জানিয়ে দিয়েছিলেন,রাজ্যে NRC হতে দেবেন না । এর মাঝে জল গড়িয়েছে অনেক দূর। লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন (2019) । একাধিক জনসভায় বক্তব্য রাখতে দিয়ে বারবার দেশে NRC করার বার্তাও স্পষ্ট করেছেন অমিত শাহ।