কলকাতা, 28 জানুয়ারি : বাস ধর্মঘট আপাতত প্রত্যাহার হলেও এবার সরকারকে চাপে ফেলতে সরব হল হলুদ ট্যাক্সি সংগঠন ও অ্যাপ ক্যাব সংগঠনের একাংশ । ট্যাক্সির ভাড়া বৃদ্ধি ও ওয়েটিং চার্জ সংস্কার না হওয়ার প্রতিবাদে একটি মহামিছিল ও পরিবহন ভবন অভিযান কর্মসূচির ডাক দেওয়া হল। সংগঠনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় 4 ফেব্রুয়ারি থেকে 15 দিনের মধ্যে কোনও পদক্ষেপ করা না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের পথে হাঁটবেন তারা ।
দীর্ঘদিন হলুদ ট্যাক্সির ভাড়া বৃদ্ধি করা হয়নি । অন্যদিকে জ্বালানি তেলের অগ্নিমূল্য ও লকডাউনের পর থেকেই অপ্রতুল যাত্রী সংখ্যার কারণে এমনিতেই ট্যাক্সি চালক ও মালিকদের অবস্থা করুণ বলে দাবি তাদের। বিষয়গুলি নিয়ে বহুবার রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে চিঠি দেওয়া সত্ত্বেও মেলেনি কোনও সদুত্তর । ভাড়া বৃদ্ধি নিয়ে কোনও রকম আলোচনা এগোয়নি । এমনকী ভাড়া বৃদ্ধির জন্য একাধিক কর্মসূচিও গ্রহণ করা হয়েছিল ৷ কিন্তু কোনও কাজ হয়নি ৷
ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটর কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক ও কনভেনার নাবাল কিশোর শ্রীবাস্তব বলেন, ‘‘দেওয়ালে পিঠ ঠেকে গেছে ট্যাক্সি মালিকদের । তাই আগামী 4 ফেব্রুয়ারি থেকে গোটা মাস ব্যাপী বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়েছে । 4 ফেব্রুয়ারি মহামিছিল দিয়ে শুরু হবে আমাদের কর্মসূচি । সেদিন আমরা বেলা 12 টার সময় এন্টালি বাজার থেকে এসপ্লানেডে লেনিন মূর্তি পর্যন্ত মিছিল করব । তারপর 9 ফেব্রুয়ারি বেলা 12টার সময় পরিবহন ভবন পর্যন্ত মিছিল করা হবে । প্রয়োজনে আমরা আইন অমান্য কর্মসূচিও গ্রহণ করব।’’