কলকাতা, 25 মে : আগামী 12 ঘণ্টার মধ্যে যশ আরও শক্তি বৃদ্ধি করবে ৷ শক্তি বৃদ্ধির পর উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে ঘূর্ণিঝড়টি ৷ 26 তারিখ সকালে অর্থাৎ আগামীকাল পশ্চিমবঙ্গের উপকূলের খুব কাছাকাছি চলে আসবে এবং দুপুরের মধ্যে ওড়িশা উপকূল ও পারাদ্বীপ ও সাগরের মধ্যে দিয়ে বালাসোরের আশপাশে কোথাও আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে । এমনই জানাল আলিপুর আবহাওয়া অফিস ৷
আপাতত যশের অবস্থান পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ৷ অর্থাৎ ওড়িশার পারাদ্বীপ থেকে দক্ষিণ ও দক্ষিণ পূর্বদিকে 160 কিলোমিটার দূরে ৷ বালাসোর থেকে দক্ষিণ ও দক্ষিণ পূর্বে 407 কিলোমিটার দূরে ৷ পশ্চিমবঙ্গের দিঘা থেকে দক্ষিণ ও দক্ষিণ পূর্বে 450 কিলোমিটার দূরে ও বাংলাদেশের খেপুপাড়া থেকে 480 কিলোমিটার দূরে ৷ বালাসোরে আছড়ে পড়ার পর এটি ওড়িশার জগৎসিংপুর অতিক্রম করে ঝাড়গ্রামের দিকে অগ্রসর হবে ৷
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, 25 তারিখ অর্থাৎ আজ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর , পশ্চিম মেদিনীপুর ও উত্তর 24 পরগনায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া , হুগলি , দক্ষিণ 24 পরগনা এবং কলকাতায়। আগামীকাল ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সময় ঝড় বৃষ্টির পরিমাণ বেশ খানিকটা বৃদ্ধি পাবে।