পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইয়াবা সাপ্লাই করতে কলকাতায় বাংলাদেশি, উদ্ধার প্রচুর মাদক

কলকাতা থেকে প্রচুর মাদকসহ আটক তিনজন । তাদের মধ্যে একজন বাংলাদেশি বলে জানা গেছে ।

উদ্ধার প্রচুর মাদক

By

Published : Aug 3, 2019, 11:49 PM IST

Updated : Aug 4, 2019, 12:39 AM IST

কলকাতা, ৩ অগাস্ট : বাংলাদেশ থেকে সরাসরি কলকাতায় আনা হয়েছিল ইয়াবা । কথা ছিল, গার্ডেনরিচ এলাকায় নির্দিষ্ট ব্যক্তির হাতে তুলে দেওয়া হবে । সূত্র মারফত খবর পায় কলকাতা পুলিশ । পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তদন্তকারীরা দুই পাচারকারীকে কলকাতার কারবারিদের হাতে মাদক তুলে দেওয়ার আগেই গ্রেপ্তার করে । তবে দলে তারা শুধু দু'জন ছিল না । ছিল আরও এক কীর্তিমান । ধৃত দু'জনকে জিজ্ঞাসাবাদ করে তার খোঁজ পায় পুলিশ । পরে তাকে স্ট্র্যান্ড রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ইয়াবা । উৎপত্তি থাইল্যান্ডে । বাংলাদেশের বহু যুবক এই ট্যাবলেটের নেশায় পড়ে প্রায় সর্বস্ব খুইয়েছে । সেদিক থেকে কলকাতাতেও আসছে এই মাদক । ব্যবহার হচ্ছে পার্টি ড্রাগ হিসেবে । পুলিশ জানাচ্ছে, এই ট্যাবলেট মূলত তৈরি করা হয় মেথঅ্যাম্ফিটামিন ও ক্যাফেইনের মিশ্রনে । ইদানিং না কি আবার এর সঙ্গে মেশানো হচ্ছে হেরোইন । মূলত এটি ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হয়। কখনও আবার এটি ব্রাউন সুগার কিংবা হেরোইনের ইনহেল করা হয় । থাইল্যান্ডের পাশাপাশি ইয়াবা ব্যাপক পরিমাণে ব্যবহার হচ্ছে মায়ানমারে । সেখান থেকেই ঢুকছে বাংলাদেশে।

গতকাল সন্ধেয় স্পেশাল টাস্কফোর্সের কাছে খবর আসে প্রচুর ইয়াবা ঢুকছে কলকাতায় । তৎপর হয় পুলিশ । মাঝেরহাট- গার্ডেনরিচ ফ্লাইওভারের পাশে দুর্গাপুর সাইডিং রোড থেকে আটক করা হয় দু'জনকে । তাদের কাছে পাওয়া যায় ১৪ হাজার পিস ইয়াবা । তখনই গ্রেপ্তার করা হয় ইসমাইল হোসেন ও কারিফুল শেখকে । ইসমাইলের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে । আর কারিফুল মালদার ইংলিশ বাজারের কমলাবাড়ির বাসিন্দা । তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় এই দলে আছে আরও একজন । তার নাম কমল হোসেন । সে মালদার কালিয়াচকের বাসিন্দা । আজ দুপুর বারোটা নাগাদ স্ট্র্যান্ড রোড থেকে গ্রেপ্তার করা হয় তাকে । তার কাছ থেকে উদ্ধার হয় ২২০ গ্রাম ইয়াবা । পুলিশের ধারণা, ইসমাইল ওই ইয়াবা বাংলাদেশ থেকে নিয়ে আসে মালদায় । বেআইনিভাবে পার হয় সীমান্ত । তারপর নিজেই চলে আসে কলকাতায় ।

তদন্তকারীরা জানতে পেরেছেন ইয়াবা পাচারচক্রে এই তিনজন মূলত মিডলম্যান হিসেবে কাজ করে । কলকাতায় এই চক্রের মাথার খোঁজ শুরু করেছে পুলিশ । এদিকে ধৃতদের আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক ৯ অগাস্ট পর্যন্ত পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন ।

Last Updated : Aug 4, 2019, 12:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details