পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Calcutta HC Additional Solicitor General : হাইকোর্টের অ্যাডিশনাল সলিসিটর জেনারেলের পদ থেকে পদত্যাগ ওয়াই যে দস্তুরের - y j dastur resigns as additional solicitor general of calcutta high court

মনে করা হচ্ছে বয়সজনিত কারণেই পদত্যাগ করলেন ওয়াই যে দস্তুর (Y J Dastur resigns) ৷

Additional Solicitor General
হাইকোর্টের অ্যাডিশনাল সলিসিটর জেনারেলের পদ থেকে পদত্যাগ ওয়াই যে দস্তুরের

By

Published : Apr 11, 2022, 10:50 PM IST

কলকাতা, 11 এপ্রিল: কলকাতা হাইকোর্টের অ্যাডিশনাল সলিসিটর জেনারেলের (Calcutta HC Additional Solicitor General ) পদ থেকে পদত্যাগ করলেন ওয়াই যে দস্তুর (ইয়েডেজার্ড জাহাঙ্গীর দস্তুর) । কেন্দ্রীয় আইন মন্ত্রকে তিনি নিজের পদত্যাগের চিঠি পাঠিয়ে দিয়েছেন (Y J Dastur resigns) ৷ মন্ত্রকে লেখা চিঠিতে তিনি শুধু তাঁর পদ থেকে পদত্যাগ করছেন এই কথার বাইরে আর কোনও কথাই লেখেননি ।

আরও পড়ুন : শর্ত সাপেক্ষে জিডি বিড়লা স্কুল চালু করার বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা

কেন তিনি পদত্যাগ করলেন সে ব্যাপারে কিছু না জানা গেলেও বয়স জনিত কারণে বিভিন্ন মামলার ধকল নিতে না পারা এর অন্যতম কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ হাইকোর্টের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল হিসাবে সারাদিন অগনিত মামলায় তাঁকে হাজির থাকতে হতো আদালতে । হাইকোর্টের প্রায় পঞ্চাশটি কোর্টরুমে তাঁর পক্ষে ছুটে ছুটে হাজির হওয়া প্রায় দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল । উল্লেখ্য,কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দকে অ্যাডিশনাল সলিসিটর জেনারেলের পদ থেকে সরাসরি বিচারপতি হিসাবে সুপ্রিমকোর্টের কলেজিয়াম মনোনীত করার পর ওয়াই যে দস্তুর কলকাতা হাইকোর্টের অ্যাডিশনাল সলিসিটর জেনারেলের দায়িত্বভার গ্রহণ করেছিলেন । 2020 সালের 30 জুন তিনি এই পদে আসেন ৷ আইনজীবী হিসাবে তিনি ছিলেন অত্যন্ত দক্ষ । কলকাতা হাইকোর্টের আইনজীবী মহলে ফৌজদারি মামলায় তাঁর দক্ষতা অন্যতম আলোচনার বিষয় ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details