কলকাতা, ১৫ ডিসেম্বর : আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লার জন্য এক্স ক্যাটেগরির নিরাপত্তার ব্যবস্থা করল স্বরাষ্ট্রমন্ত্রক । তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকবেন সিআইএসএফ জওয়ানরা । সম্প্রতি ভিআইপিদের নিরাপত্তা সংক্রান্ত এক পর্যালোচনা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সূত্রের খবর, এখনও পর্যন্ত ২৫ জন নেতার নিরাপত্তার দায়িত্বে রাখা হচ্ছে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলিকে ।
এক্স ক্যাটেগরির সুরক্ষা ব্যবস্থা বলতে বোঝায়, দু'জন সশস্ত্র নিরাপত্তারক্ষী সংশ্লিষ্ট ব্যক্তির নিরাপত্তার দায়িত্বে থাকবেন । তবে, জ়েড প্লাস, জ়েড বা ওয়াই ক্যাটেগরির মতো এক্ষেত্রে কোনও কমান্ডো থাকেন না ।