কলকাতা 16 ডিসেম্বর: নিয়োগ প্রক্রিয়ায় আরও 9 জনকে ভুল করে নিয়োগ করা হয়েছে ! হাইকোর্টে আজ এমনটাই জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন ৷ আগেই জানানো হয়েছিল 183 জনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল ৷ এবার নবম ও দশম শ্রেণির নিয়োগে 9 জনের ক্ষেত্রে বেনিয়ম হয়েছে (Wrong Appointment of 9 Candidates in SSC Nine-Ten Recruitment) বলে আদালতে আজ জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন ৷
বেশ কয়েকটি মামলার পরিপ্রেক্ষিতে এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে কমিশনের আইনজীবী সুতনু পাত্র জানান, 183 জনের বাইরেও 9 জনকে ভুল করে সুপারিশ করা হয়েছিল ৷ আর তাঁদের বাংলা, ইতিহাস ও জীবন বিজ্ঞানের শিক্ষক-শিক্ষিকা পদে সুপারিশ করা হয় ৷ মূলত এদের সকলের ব়্যাংক জাম্প করিয়ে নিয়োগ হয়েছিল ৷ মেধা তালিকায় নিচের দিকে নাম থাকার সত্ত্বেও, ওই 9 জন নবম ও দশম শ্রেণির শিক্ষক পদে নিয়োগ পেয়েছিলেন ৷ প্রসঙ্গত, পূর্ণিতা রায়-সহ অন্যান্য আবেদনকারীরা মামলা করেছিলেন যে, তাঁদের র্যাংক মেধাতালিকায় অনেক আগে থাকা সত্ত্বেও তাঁরা নিয়োগপত্র পাননি ৷