পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Winter Memories: শীতের খুনসুটির স্মৃতি হাতড়ে বন্ধুকে চিঠি সাহিত্যিক মণিদীপার - শীতের চিঠি

শীত মানে উৎসব ৷ শীত মানে আনন্দে মেতে ওঠা ৷ আবার এই শীত মানে নস্টালজিয়াও ৷ একটা সময়ে শীতের দিনে চিঠি লেখার চল ছিল ৷ এখন আর তা হয় না ৷ কিন্তু কখনও কখনও ফিরতেই হয় শিকড়ের টানে ৷ আমরাও ফিরলাম শীতের চিঠির কাছে ৷ ইটিভি ভারতের হয়ে এই কলামে কলম ধরছেন বিশিষ্টরা ৷ আজ সাহিত্যিক মণিদীপা নন্দী বিশ্বাস (Manidipa Nandi Biswas)...

Manidipa Nandi Biswas ETV Bharat
মণিদীপা নন্দী বিশ্বাস

By

Published : Jan 22, 2023, 12:55 PM IST

প্রিয় দেবু,

শীতকালীন ঠান্ডা (Winter Memories) আস্তরণ আর কুয়াশার খুনসুটির সকাল মনে পড়ছে ভীষণ । বাড়ির উঠোনে লাউ, কুমড়ো, পুঁই, উচ্ছেলতার হলদে ফুলের নীচে বিড় বিড় নতুন চুলের মতো লাল শাক, পালং শাকের ভীড় । আমরা ছুটছি, দুটো ট্রাই সাইকেল ছুটছে । একটা সবুজ অন‍্যটা লাল । তোর সাইকেলের রঙ ছিল লাল । পাশাপাশি বাড়ি, মাঝে কোনও হুড়কো দেওয়া বা বাঁশের আগলও ছিল না । কোথায় কুয়াশাকে ভয় পেতাম বড়দের মতো ? শুধু সন্ধের জমাট ভীড় আগুনের ধার গুটিশুটি হাত ধরাধরি বসে থাকা...মনে আছে তোর ?

কবে যেন কোন শীতেই দুজনের স্বপ্নের মাঝখানেই সাইকেলটা হয়ে গেল তোর লালরঙা বাইক, ছুটছিস । পিছন থেকে তোর চলে যাওয়া দেখে শীত কুয়াশা আমার চোখ ভিজিয়েছিল ৷ মনে মনে অভিমান করে বলেছিলাম, ফিরে এলে আর তোর সামনে দাঁড়াব না ।...সত‍্যিই আর দাঁড়াতে হল না দেখ্ । এলিনা তুই । আমি চলে যাচ্ছি ৷ সেই শাকসবজির উঠোন জুড়ে বিরাট মণ্ডপ । তোরণে নহবত । অন‍্য কোথাও হেঁটে যাচ্ছি । পাহাড়ী শীত তোকে তো টেনে নিয়েছে কবেই ৷ কোন মেঘের দেশে ধসের ভিতর পড়েছিল তোর লাল বাইকটা...তোকে আর খুঁজে পায়নি কেউ । বুকের ক্ষত আরও গভীর করে নির্ণিমেষ ঠান্ডা বাতাস উত্তাল ঢেউ হয়ে ঢুকে পড়ছে কেবল ৷ ভীষণ দেখতে ইচ্ছে করছে তোকে ৷ এ গোপন ইচ্ছে এই লাল বেনারসির আড়াল থেকে কাকে আর জানাব বল্ । অক্ষর হোক রানার । মেঘের দূত হয়ে সে-ই পৌঁছক তোর কাছে । আমার গন্ধটুকু পাঠানো থাক । যে লাল ট্রাউজার আর সোয়েটার তোর পছন্দের ছিল সেই গরম ওমটুকু পাঠালাম ।

আরও পড়ুন:প্রিয় কাশ্মীর ... ভূস্বর্গকে 'শীতের চিঠি' ভাস্বরের

পাহাড়ী রাস্তায় ছবির মতো দুটো সাইকেল এখনও পাশাপাশি যায় ।...খুব বরফ পড়েছিল সে বার দার্জিলিঙে । এ বছরও বরফ দেখব বলে মা বাবার সঙ্গে বেরিয়েছি । বুকে কাঁপুনি, শরীরে শীত কাতরতায় ঠিক খুঁজেছিল চোখ জানিস ৷ তোর মতো একখানা লালচে ট্রাই সাইকেল আর বড় হয়ে যাওয়া দেবুর অদ্ভুত শীত কুয়াশায় ঢেকে যাওয়া লাল বাইকটা ।...এ বার সত‍্যিকারের এ সব উঠোনের গল্প ছেড়ে চলেছি দেবু । আমার রাস্তাও তোর মতো অজানা । হয়তো দেখা হবে অন‍্য কোনও শীত ভোরে, খুঁজে নেব ঠিক তোকে... শীত সন্ধে এল, নহবত বাজছে । লুকনো উষ্ণতাটুকু দিলাম তোকে...

ইতি

মণিদীপা

ABOUT THE AUTHOR

...view details