কলকাতা, 22 জানুয়ারি : বিধানসভা ভোটের মুখে ঠাসা কর্মসূচি । নেই ফুরসত। এরই মধ্যে হাত ভেঙে বিপাকে পড়লেন দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায় । মঙ্গলবার নিজের নির্বাচনী এলাকার একটি বিয়েবাড়িতে যোগ দিতে গিয়ে এমন বিপদের শিকার হয়েছেন তিনি ।
মঙ্গলবার টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে হাজরা মোড় পর্যন্ত দলের প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিলেন মালা রায় । শেষে মঞ্চে বক্তৃতাও দেন । পরে দলের আরও কিছু কর্মসূচিতে যোগ দেন । তারপর নিজের নির্বাচনী এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ রক্ষা করতে যান ।
ওই বিয়েবাড়ির কোলাপসিবল গেটে মালা দেবী হোঁচট খেয়ে পড়ে যান । দেহের ভার সামলাতে ডান হাতের উপর ভর দেন । সেসময় ডান হাতের কব্জিতে গুরুতর চোট লাগে। সঙ্গে সঙ্গে ফুলেও যায় । তড়িঘড়ি তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।