পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঋষভ খেললেও ঋদ্ধিমান সেরা উইকেটকিপার : সন্দীপ পাতিল - ঋদ্ধিমান সাহা

ঋষভ পন্থকে প্রথম একাদশে রেখেছে টিম ইন্ডিয়া । তবে, ঋদ্ধিমান সাহাই সেরা উইকেটকিপার বলে মন্তব্য করলেন প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিল ।

Sandeep Patil
সন্দীপ পাতিল

By

Published : Mar 1, 2020, 10:53 PM IST

কলকাতা, 1 মার্চ : টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট কোন ভাবনা থেকে ঋদ্ধিমান সাহাকে বাইরে রেখে ঋষভ পন্থকে প্রথম একাদশে রেখেছে, তা জানেন না সন্দীপ পাতিল। তবে, ঋদ্ধিমান সাহা যে দেশের সেরা উইকেটকিপার, সে ব্যাপারে কোনও সন্দেহ নেই তিরাশির ক্রিকেট বিশ্বকাপজয়ী দলের এই সদস্যের ।

বাঘাযতীনে ইস্টবেঙ্গল লাভার্সের উদ্যোগে আয়োজিত এক ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালের প্রধান অতিথি হিসেবে এসেছিলেন সন্দীপ পাতিল । নিজের সময়ে তারকা ক্রিকেটার ছিলেন । পরবর্তী সময়ে দেশের নির্বাচক কমিটির প্রধানের দায়িত্ব পালন করেছেন । কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি টিভিতেও খেলা দেখেন না । ফলে ভারতীয় ক্রিকেটের হালহকিকত নিয়ে জানেন না । সমস্যা ঠিক কোথায় সেটাও অজানা । নিউজ়িল্যান্ড সফরে ভারতীয় দল শুরুটা ভালো করলেও ওয়ান ডে এবং টেস্ট সিরিজ়ে সমস্যায় পড়েছে । বিষয়টিকে পাত্তা দিতে নারাজ । সন্দীপ পাতিলের মতে, ঘরের মাঠে সব দলই "শের"। বাইরে খেলতে গেলে সবারই সমস্যা হয়, কোহলিরা ব্যতিক্রম নন । তবে, ভারতীয় মহিলা দলের টি টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে ওঠার কৃতিত্বকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি ।

পিঙ্ক বল টেস্ট নিয়মিত করার ব্যাপারে বিশ্বজুড়ে জোরালো আলোচনা চলছে । ইডেনে ভারত বনাম বাংলাদেশের মধ্যে আয়োজিত পিঙ্ক বল টেস্ট সন্দীপ পাতিল দেখেন । তবে, মনে করেন, নতুন কিছু যখন আসে তা এগিয়ে চলার বার্তা নিয়ে আসে । টেস্ট, ওয়ানডে, টি টোয়েন্টি এবং এখন পিঙ্ক বল টেস্ট সেই এগিয়ে চলার বার্তা, বলছেন সন্দীপ পাতিল । তবে, রণজি ট্রফিতে মুম্বইয়ের দ্রুত বিদায় নেওয়ায় বিস্মিত । আশা করছেন, সামনের মরশুমে মুম্বই ফিরে আসবে ।

ABOUT THE AUTHOR

...view details