কলকাতা, 25 এপ্রিল: প্রত্যেক বছরই বর্ষা আসলে কলকাতা কর্পোরেশনের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়ায় মশাবাহিত রোগ। কর্পোরেশনের তরফ থেকে একাধিক ব্যবস্থা গ্রহণ করার পরও শেষ কয়েকটা বছর ডেঙ্গু-ম্যালেরিয়া মৃত্যু শূন্য হয়নি। বরং কয়েক হাজার মানুষ আক্রান্ত হয়েছেন ম্যালেরিয়াতে। মঙ্গলবার বিশ্ব ম্যালেরিয়া দিবস পালনের মাধ্যমে ম্যালেরিয়ার মশা নিধনের সেই সূচি আরও একবার মনে করিয়ে দেওয়া হয়েছে কর্পোরেশন স্বাস্থ্যবিভাগে।
কলকাতা কর্পোরেশনে স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে আয়োজন পালন করা হয়েছে 'বিশ্ব ম্যালেরিয়া দিবস' ৷ কেন্দ্রীয় পৌরভবনে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের ঘরে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা ৷ উপস্থিত ছিলেন 144টি ওয়ার্ডের ভেক্টর কন্ট্রোল ইনচার্জরা। 25 এপ্রিল, 2023 বিশ্ব ম্যালেরিয়া দিবসে এই বছরের থিম ইনভেস্ট, ইনোভেট, ইমপ্লিমেন্ট। ম্যালেরিয়া মশাবাহিত এমন একটি রোগ, যার চিকিৎসা রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্ত্বাবধানে 2007 সাল থেকে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়ে আসছে ৷