পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

World Malaria Day: কলকাতা কর্পোরেশনে পালিত হল 'বিশ্ব ম্যালেরিয়া দিবস' - World Malaria Day Celebration

2030 সালের মধ্যে ভারত থেকে ম্যালেরিয়া নির্মূল করাই প্রধান লক্ষ্য ৷ বিশ্ব ম্যালেরিয়া দিবসে কলকাতা কর্পোরেশনের অনুষ্ঠানে ছিল এটাই মূলমন্ত্র ৷

World Malaria Day 2023
কলকাতা কর্পোরেশনে 'বিশ্ব ম্যালেরিয়া দিবস' পালন

By

Published : Apr 25, 2023, 9:09 PM IST

কলকাতা, 25 এপ্রিল: প্রত্যেক বছরই বর্ষা আসলে কলকাতা কর্পোরেশনের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়ায় মশাবাহিত রোগ। কর্পোরেশনের তরফ থেকে একাধিক ব্যবস্থা গ্রহণ করার পরও শেষ কয়েকটা বছর ডেঙ্গু-ম্যালেরিয়া মৃত্যু শূন্য হয়নি। বরং কয়েক হাজার মানুষ আক্রান্ত হয়েছেন ম্যালেরিয়াতে। মঙ্গলবার বিশ্ব ম্যালেরিয়া দিবস পালনের মাধ্যমে ম্যালেরিয়ার মশা নিধনের সেই সূচি আরও একবার মনে করিয়ে দেওয়া হয়েছে কর্পোরেশন স্বাস্থ্যবিভাগে।

কলকাতা কর্পোরেশনে স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে আয়োজন পালন করা হয়েছে 'বিশ্ব ম্যালেরিয়া দিবস' ৷ কেন্দ্রীয় পৌরভবনে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের ঘরে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা ৷ উপস্থিত ছিলেন 144টি ওয়ার্ডের ভেক্টর কন্ট্রোল ইনচার্জরা। 25 এপ্রিল, 2023 বিশ্ব ম্যালেরিয়া দিবসে এই বছরের থিম ইনভেস্ট, ইনোভেট, ইমপ্লিমেন্ট। ম্যালেরিয়া মশাবাহিত এমন একটি রোগ, যার চিকিৎসা রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্ত্বাবধানে 2007 সাল থেকে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়ে আসছে ৷

আরও পড়ুন: বিশ্ব ম্যালেরিয়া দিবস আজ

এই বিশেষ দিনের ভাবনা মানুষের মধ্যে সচেতনতা আনার জন্য। বিশ্ব স্বাস্থ্য অ্যাসেম্বলির 60তম সেশনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আফ্রিকা ম্যালেরিয়া দিবসের জায়গায় বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হবে। কর্পোরেশন সূত্রে খবর, এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্তারা আলোচনায় 2030 সালের মধ্যে ভারত থেকে ম্যালেরিয়া নির্মূল করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

এই প্রসঙ্গে কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের এক আধিকারিক বলেন, "ভারতে প্রতি বছর প্রায় 1 লক্ষ 70 হাজার মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হন। তার মধ্যে কলকাতায় আক্রান্ত হয়ে থাকেন 15 থেকে16 হাজার মানুষ। 2022 কলকাতায় ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা 12 হাজার ছাড়িয়েছিল। ফলে এর হাত থেকে বাঁচতে নাগরিকদের আরও বেশি সচেতন হতে হবে ৷" যদিও অন্য বছরের তুলনায় এবছর পরিস্থিতি এখনও পর্যন্ত ভালো রয়েছে বলে জানিয়েছেন আধিকারিক। এই অবস্থা বজায় রাখতে শুরু থেকেই সচেতনতার প্রচারের ওপর জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ABOUT THE AUTHOR

...view details