পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

World Cup Fever: প্রত্যেক আবাসিকের ঘরে বসল টিভি, বিশ্বকাপ উন্মাদনা কাবু করেছে প্রেসিডেন্সি সংশোধনাগারকেও - world cup fever at Presidency Jail

মরুদেশের ফুটবল ফিভার এবার পৌঁছে গেল প্রেসিডেন্সি সংশোধানাগারের অন্দরমহলেও (World Cup fever at Presidency Jail) ৷ আর পাঁচজন শহরবাসীর মতো এবারের প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দিরাও জেলে বসে উপভোগ করছেন মেসির জাদু, এমবাপের স্কিল কিংবা রোনাল্ডোর সিইউউ সেলিব্রেশন।

World Cup Fever
বিশ্বকাপ উন্মাদনা কাবু করেছে প্রেসিডেন্সি সংশোধনাগারকেও

By

Published : Dec 6, 2022, 11:02 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর: চলছে কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) রাউন্ড অফ 16 পর্ব। ব্রাজিল, আর্জেন্তিনা তো রয়েইছে, পাশাপাশি নেদারল্যান্ডস, পর্তুগালের মতো ইউরোপিয়ান জায়ান্টদের ম্যাচগুলোও চেটেপুটে উপভোগ করছে তিলোত্তমাবাসী। আর মরুদেশের ফুটবল ফিভার এবার পৌঁছে গেল প্রেসিডেন্সি সংশোধানাগারের অন্দরমহলেও (World Cup fever at Presidency Jail) ৷ আর পাঁচজন শহরবাসীর মতো এবারের প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দিরাও জেলে বসে উপভোগ করছেন মেসির জাদু, এমবাপের স্কিল কিংবা রোনাল্ডোর সিইউউ সেলিব্রেশন।

একজন কারারক্ষীর কথায় রাত বাড়লেই প্রিয় দলের খেলা দেখে পড়ছে হাততালি। বিশ্বকাপ জ্বরে কাবু শহরে শীতের রাতে হাততালির গর্জনে কেঁপে উঠছে খাস কলকাতার প্রেসিডেন্সি সংশোধনাগার চত্বর। এ বিষয়ে প্রেসিডেন্সি সংশোধনাগরের সুপার দেবাশীষ চক্রবর্তী ইটিভি ভারতকে জানিয়েছেন, বর্তমানে যখন গোটা বিশ্ব ফুটবল জ্বরে কাবু, প্রত্যেকে যখন তাদের পছন্দমত দেশকে খেলতে দেখে উচ্ছ্বসিত হচ্ছেন, সেই সময় কেন প্রেসিডেন্সি সংশোধনাগরের বন্দিরা বা বলা চলে আবাসিকরা এই মহাআনন্দ থেকে বাদ পড়বেন ? ইটিভি ভারতকে (ETV Bharat) প্রেসিডেন্সি সংশোধনাগরের সুপার বলেন, "সংশোধনাগারে বর্তমানে 2500 জন আবাসিক রয়েছেন। কুখ্যাত থেকে ভয়ংকর সাজাপ্রাপ্ত কিংবা বিচারাধীন বন্দি, বর্তমানে প্রত্যেকে একসঙ্গে ফুটবল বিশ্বকাপের আনন্দ উপভোগ করছেন। যে কারণেই তারা সংশোধনাগারের অধীনস্থ হোন না কেন, বর্তমানে তারা প্রত্যেকেই এক। সংশোধনাগারে থাকার দিনগুলোতে তারা নিজেরা নিজেদের সংশোধন করে নিচ্ছেন।"

আরও পড়ুন:গাঁজা পাচারের অভিযোগে বিজেপি নেতাকে গ্রেফতার করল লালবাজার

বিশ্বকাপ ফিভারে আক্রান্ত প্রেসিডেন্সি সংশোধনাগারে প্রত্যেক আবাসিকের ঘরে ইতিমধ্যেই টিভি সেট করে দেওয়া হয়েছে ৷ কেউ নেদারল্যান্ডসের ভক্ত কেউ মেসি-পাগল তো কেউ আবার নেইমার অন্তপ্রাণ ৷ সকলেই রাত জেগে বসে খেলা উপভোগ করছেন। সংশোধনাগার সূত্রে খবর, কাতার বিশ্বকাপ ফাইনালে সংশোধনাগারের পরিবেশ কিছুটা উৎসবের মেজাজ নিতে পারে। কিন্তু কীভাবে সেটা এখনও স্পষ্ট নয় ৷ তবে যাই করা হোক না কেন, তা অন্তত আইন মেনে উপভোগ করা হবে ৷ খবর সংশোধনাগার সূত্রে।

ABOUT THE AUTHOR

...view details