কলকাতা, 2 এপ্রিল : পরিত্যক্ত বাড়ি ভাঙতে গিয়ে মৃত্যু হল হল এক শ্রমিকের। বেহালার বি. এল শাহ রোডের ঘটনা। দেহটি ময়নাতদন্তের জন্য বিদ্যাসাগর হাসপাতালে পাঠিয়েছে বেহালা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
বেহালায় পরিত্যক্ত বাড়ি ভাঙতে গিয়ে মৃত্যু শ্রমিকের - দুর্ঘটনা
পরিত্যক্ত বাড়ি ভাঙতে গিয়ে মৃত্যু শ্রমিকের। বেহালার বি. এল শাহ রোডের ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, বেহালার বি. এল শাহ রোডের একটি বাগান বাড়ির ভিতরে পরিত্যক্ত একটি বাড়ি ছিল। সেই বাগান বাড়ির মালিক বাড়িটি ভাঙার কাজ করছিলেন। বাড়ি ভাঙতে গিয়ে সেই বাড়ির ছাদ চাপা পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির। মৃতের নাম অরুপ মাহাত। বয়স আনুমানিক 35 বছর। ঘটনাস্থানেই তিনি মারা যান।
খবর পেয়ে ঘটনাস্থানে আসে বেহালা থানার পুলিশ, "দমকল বাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। এই ওয়ার্ডের কাউন্সিলর অমিত সিংয়ের বাগান বাড়ির মালিকেরা অপেশাদার লোক দিয়ে বাড়ি ভাঙার কাজ করছিলেন। তার জন্যই এই বিপত্তি। যে ব্যক্তি এই কাজের দায়িত্ব নিয়েছিলেন তার এই কাজে কোনও অভিজ্ঞতা নেই।"