কলকাতা, 2 জুলাই : উডল্যান্ডস হাসপাতাল আনতে চলেছে ক্যানসার ওয়ার্ড ৷ ডক্টর'স ডে-তে এমনটাই জানালেন উডল্যান্ডস হাসপাতালের ডিরেক্টর তথা ডাক্তার রুপালি বসু (Woodlands Hospital Will Start Cancer Ward in New Alipore Branch)৷
তিনি বলেন, "বর্তমানে আমাদের এখানে 10 তলা রয়েছে। তবে আগামিদিনে আমরা সেটা আরও একটু বাড়িয়ে তুলব ৷ এই বিল্ডিংকে 11 তলা করার পরিকল্পনা রয়েছে। সেখানে প্রায় 350টি বেড রাখা হবে। এছাড়াও আমরা ক্যানসার হাসপাতালের ব্যবস্থা করব। তবে এই পরিকল্পনা রূপায়ণ হতে সময় লাগবে প্রায় 3 বছর।"