পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Women's T20 Tournament: শুরু হতে চলেছে মেয়েদের টি-20 ক্রিকেট টুর্নামেন্ট - CAB

সিএবি পরিচালিত মেয়েদের টি-20 টুর্নামেন্ট চলতি বছরেই অনুষ্ঠিত হতে চলেছে। এই নিয়ে দ্বিতীয় বছরে পা দেবে এই টুর্নামেন্ট। আগামী 5 ডিসেম্বর অর্থাৎ, সোমবার থেকে শুরু হবে এই টি-20 টুর্নামেন্ট (Womens T20 Cricket Tournament Will Start Soon) ৷

Women's T20 Tournament
শুরু হতে চলেছে মেয়েদের টি-20 ক্রিকেট টুর্নামেন্ট

By

Published : Dec 3, 2022, 10:20 PM IST

কলকাতা, 3 ডিসেম্বর: শুরু হতে চলেছে মেয়েদের টি-20 টুর্নামেন্ট (Womens T20 Cricket Tournament) ৷ আগামী 5 ডিসেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট ৷ সিএবি (CAB) পরিচালিত এই টুর্নামেন্টে একশো জন মহিলা ক্রিকেটার অংশ নিচ্ছেন।

বীরভূম জেলার সিউড়িতে 17 দিন ধরে 33টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এমজিআর অ্যাকাডেমি আয়োজিত এই টি-20 প্রতিযোগিতায় বরানগর স্পোর্টিং ক্লাব, জিমখানা, কালিঘাট ক্লাব, মোহনবাগান ক্লাব এবং রাজস্থান ক্লাবকে নিয়ে মোট 6টি ক্লাব অংশ নিচ্ছে। সিএবি পরিচালিত মেয়েদের এই প্রতিযোগিতা ঘিরে উৎসাহ তুঙ্গে। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় মেয়েদের এই টুর্নামেন্ট নিয়ে উচ্ছ্বসিত (Womens T20 Cricket Tournament Will Start Soon)।

স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, "এই টুর্নামেন্টের দ্বিতীয় বছর আশা বাড়ানোর পক্ষে যথেষ্ট। কোনও সন্দেহ নেই এই টুর্নামেন্ট নতুন ক্রিকেটার উঠে আসার অন্যতম বড় মঞ্চ। যেখানে ক্রিকেটাররা তাঁদের মেলে ধরতে পারবে। এই টুর্নামেন্ট বাংলার দল গঠনের সাপ্লাই লাইন গড়ে তুলবে একই সঙ্গে উইম্যানস আইপিএলের দরজা খুলে দেবে।"

আরও পড়ুন:জানুয়ারিতে জাতীয় টিটি চ্যাম্পিয়নশিপ হতে পারে নেতাজি ইন্ডোরে

ABOUT THE AUTHOR

...view details