পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নারী দিবসে মমতার পালটা মিছিল BJP-র; নেতৃত্বে স্মৃতি, থাকছেন লকেট - women day

নারী দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পালটা মিছিলের ডাক BJP-র। ৮ মার্চ শহরের রাজপথে একই ইশু নিয়ে প্রধান দুই রাজনৈতিক প্রতিপক্ষ রাস্তায় নামবে। তৃণমূলের মিছিলে নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। BJP-র মিছিলে নেতৃত্ব দিতে পারেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি।

লকেট চট্টোপাধ্যায়

By

Published : Mar 6, 2019, 4:32 AM IST

কলকাতা, ৬ মার্চ : নারী দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পালটা মিছিলের ডাক BJP-র। ৮ মার্চ শহরের রাজপথে একই ইশু নিয়ে প্রধান দুই রাজনৈতিক প্রতিপক্ষ রাস্তায় নামবে। তৃণমূলের মিছিলে নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। BJP-র মিছিলে নেতৃত্ব দিতে পারেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি। সঙ্গে থাকবেন মহিলা মোর্চা সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়, BJP-র কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, BJP-র নির্বাচন কমিটির আহ্বায়ক মুকুল রায়, BJP-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।

পুলওয়ামা জঙ্গিহানায় রাজ্যের দুই শহিদের পরিবারকেও ওই দিন সামিল করা হবে। BJP-র পক্ষ থেকে এই দুই পরিবারকে দেওয়া হবে বীরের সম্মান। এই মিছিলে দেশের সুরক্ষা ও নারীদের সুরক্ষার থিমও থাকবে বলে BJP সূত্রে খবর।

লকেট চট্টোপাধ্যায় বলেন, "৮ মার্চ বিশ্ব নারী দিবস। দেশ জুড়ে নারী দিবস পালন করা হচ্ছে। পশ্চিমবঙ্গে নারী দিবস পালন করতে হবেই। রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী থেকেও মহিলাদের প্রতি সব থেকে বেশি অত্যাচার হয়। তারপর কোনও বিচার নেই। রাজ্যে একের পর এক মহিলা ধর্ষিত হচ্ছে। নিপীড়িত হচ্ছে। তার প্রতিবাদেই ৮ তারিখ মিছিল।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details