সল্টলেক, 9 ডিসেম্বর: পথদুর্ঘটনায় মৃত্যু হল জখম পথচারীর ৷ চিত্তরঞ্জন হাসপাতালে মারা গেলেন খুকু গায়েন নামের ওই মহিলা ৷ বৃহস্পতিবার তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ওই দিন সকালে চিংড়িঘাটা এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর কয়েকটি গাড়িকে ধাক্কা মারে ৷ এতে জখম হয়েছিলেন পুলিশ কর্মী-সহ 7 জন ৷ এতে পথচারীরাও আহত হন () ৷
সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপরের খেজুরির বাসিন্দা খুকু গায়েন (47) ৷ তার পাঁজরের একাধিক হাড় ভেঙে গিয়েছিল বলে চিকিৎসক জানা গিয়েছে ৷ লাল রঙের ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ৷ আটক করা হয়েছে গাড়ির চালককেও ৷