পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনাতেই কি থাইল্যান্ডের যুবতির মৃত্যু কলকাতায়? বেলেঘাটা আইডি-তে পাঠানো হল সোয়াব - করোনা ভাইরাস

সোমবার বিকেলে আনন্দপুরের এক বেসরকারি হাসপাতালে মারা যান থাইল্যান্ডের এক যুবতি ৷ তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে ৷

p
ছবি

By

Published : Jan 27, 2020, 11:39 PM IST

Updated : Jan 27, 2020, 11:59 PM IST

কলকাতা, 27 জানুয়ারি: থাইল্যান্ডের যুবতির মৃত্যু করোনা ভাইরাসেই হয়েছে কি না, তা জানতে আজ তাঁর সোয়াব পাঠানো হল বেলেঘাটা আইডি হাসপাতালে । আনন্দপুরের এক বেসরকারি হাসপাতালে আজ বিকালে ওই যুবতির মৃত্যু হয়েছে । ২১ জানুয়ারি রাত থেকে সুরিন নাকতয় (৩২) নামে ওই যুবতির সেখানে চিকিৎসা চলছিল । তাঁর শ্বসনতন্ত্রে সংক্রমণ হয়েছিল ।

হাসপাতাল সূত্রে খবর, 18 জানুয়ারি থেকে পায়খানা, বমি, শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন সুরিন । বিজ়নেস ক্যাটেগরির ভিসা নিয়ে তিনি কলকাতায় এসেছিলেন । বেসরকারি ওই হাসপাতালের জেনেরাল ম্যানেজার শুভাশিস দত্ত সোমবার বলেন, " 21 জানুয়ারি রাত 11টা নাগাদ আমাদের হাসপাতালে যুবতিকে ভরতি করা হয়েছিল । শারীরিক অবস্থা খারাপ থাকার কারণে তাঁকে ভেন্টিলেটরে দেওয়া হয় । আজ বিকেল 5 টা 10 মিনিটে তাঁর মৃত্যু হয় । শ্বাসনতন্ত্রে সংক্রমণ হয়েছিল । থাই কনসুলেট ও রাজ্যের স্বাস্থ্য ভবনের নির্দেশে আমরা সুরিনের সোয়াব আজ বেলেঘাটা ID হাসপাতালে পাঠিয়ে দিয়েছি ।"

কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কি না, তা জানতে তাঁর সোয়াব টেস্ট করা হয় । ভারতে এই টেস্টের জন্য কোনও ব্যবস্থা নেই । আমেরিকা এবং চিনে সোয়াব টেস্টের মাধ্যমে করোনা ভাইরাস নির্ণয়ের ব্যবস্থা রয়েছে । আনন্দপুরের ওই বেসরকারি হাসপাতাল এদিন যে সোয়াব পাঠিয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে, তা পাঠিয়ে দেওয়া হবে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে । সেখান থেকে এই সোয়াব আমেরিকায় পরীক্ষার জন্য পাঠানো হতে পারে ৷

Last Updated : Jan 27, 2020, 11:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details