কলকাতা, 5 মে : লকডাউনে ওষুধের দোকান খোলা থাকলেও সব ওষুধ পাওয়া যাচ্ছে না । খোলা নেই চিকিৎসকদের চেম্বার । যার জেরে ছোটোখাটো অন্য কোনও অসুখ হলে নাস্তানাবুদ হচ্ছেন রোগীর পরিবারের লোকজন । এই পরিস্থিতিতে পাড়ার মুখে খুলেছে মদের দোকান । বিষয়টি মানতে পারেননি বরানগর এলাকার কয়েকজন । মদ বিক্রির প্রতিবাদের এগিয়ে আসেন মহিলারা । লাঠি হাতে তেড়ে যান মদের দোকানের দিকে । তাঁদের প্রতিবাদে বন্ধ করে দিতে হয় দোকান । মদ কিনতে আসা লোকজনও এলাকা ছাড়েন । ঘটনার ছবি, ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ।
লকডাউনের মাঝেই গতকাল থেকে খুলেছে মদের দোকান । যা নিয়ে ক্ষোভ রয়েছে একাংশ রাজ্যবাসীর মনে । যদিও তাতে থোড়াই কেয়ার সুরাপ্রেমীদের । দোকান খোলা হবে জেনে সকাল থেকেই কলকাতার বিভিন্ন মদের দোকানের সামনে ভিড় হতে শুরু করে । পড়ে যায় লম্বা লাইন। সুরার তেষ্টা মেটাতে কোথাও আবার গণেশ মূর্তিও লাইনে বসিয়ে রাখতে দেখা যায় । দোকান খুলতেই শুরু হয়ে যায় ঠেলাঠেলি । ভবানীপুরের যদুবাবুর বাজারের কাছে মহিম হালদার স্ট্রিটের একটি মদের দোকানের সামনে এমন চিত্র দেখে পুলিশ লাঠিচার্জ করে । নিউমার্কেট থানা এলাকার মতিলাল শীল স্ট্রিট, এস এন ব্যানার্জি রোড, মির্জা গলিব স্ট্রিট, গড়িয়াহাট থানা এলাকার হেমন্ত মুখোপাধ্যায় সরণি, রাসবিহারী অ্যাভিনিউ, রবীন্দ্র সরোবর থানা এলাকার শরৎ বোস রোড, চারু মার্কেট থানা এলাকার টালিগঞ্জ সার্কুলার রোড, তালতলা থানা এলাকার রফি আহমেদ খিদওয়াই রোড, লেলিন সরণিসহ একাধিক জায়গায় দেখা গেছে একই চিত্র ।
আগে জীবন, মদ পরে; দোকান বন্ধ করে দিলেন মহিলারা - lockdown scenes
খোলা নেই চিকিৎসকদের চেম্বার । পাওয়া যাচ্ছে না জীবনদায়ী ওষুধ । যার জেরে অন্য কোনও অসুখ হলে নাস্তানাবুদ হচ্ছেন রোগীর পরিবারের লোকজন । এই পরিস্থিতিতে পাড়ার মুখে খুলেছে মদের দোকান । বিষয়টির প্রতিবাদ জানিয়ে গতকাল বরানগরে রাস্তায় নামেন মহিলারা । তাঁদের চাপে পড়ে দোকান বন্ধ করে দেওয়া হয় ।
ছবি
শহরতলীর সোদপুর এলাকায় রয়েছে বেশ কিছু মদের দোকান । সেগুলিতেও দেখা গেছে এক দৃশ্য । একদিকে কলকাতায় পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে গেছে, অন্যদিকে গোলা থানার পুলিশের সামনেই মানুষ সামাজিক দূরত্ব বজায় না রেখে দাঁড়িয়েছেন লাইনে । কিন্তু বরানগরের চিত্রটা আলাদা । পুলিশ নয়, এলাকার মহিলারাই রুখে দাঁড়ান । তাঁদের চাপে বাধ্য হয় মদের দোকান বন্ধ করে দিতে হয় । সেই ভিডিয়ো রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায় ।
Last Updated : May 5, 2020, 9:23 AM IST