পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিউটাউনে খাল থেকে মহিলার দেহ উদ্ধার - womans dead body recovers from a canal

পুলিশের প্রাথমিক অনুমান, খুন করা হয়েছে ওই মহিলাকে । পোশাক ও হাতের বালা দেখে অবাঙালি মহিলা বলেই অনুমান করছে পুলিশ । জগৎপুরের দিক থেকে খালে ভেসে যাওয়ার সময়, যাত্রাগাছির কাছে ময়লার মধ্যে আটকে যায় দেহটি ৷

মহিলার দেহ উদ্ধার
মহিলার দেহ উদ্ধার

By

Published : May 7, 2021, 9:31 AM IST

কলকাতা, 7 মে : অজ্ঞাতপরিচয় এক মহিলার পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য । নিউটাউন বাগজোলা খাল থেকে উদ্ধার হয় ওই মহিলার মৃতদেহ ।

নিউটাউন যাত্রাগাছি এলাকায় বাগজোলা খাল থেকে বৃহস্পতিবার উদ্ধার হয় এক পচাগলা দেহ । পুলিশের প্রাথমিক অনুমান, খুন করা হয়েছে ওই মহিলাকে । পোশাক ও হাতের বালা দেখে অবাঙালি মহিলা বলেই অনুমান করছে পুলিশ । জগৎপুরের দিক থেকে খালে ভেসে যাওয়ার সময়, যাত্রাগাছির কাছে ময়লার মধ্যে আটকে যায় দেহটি ৷ খাল পরিষ্কার করার সময় সাফাই কর্মীদের প্রথম নজরে আসে । এরপরই নিউটাউন থানায় খবর দেওয়া হয় । দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ ।

আরও পড়ুন : আরামবাগে বামেদের লরি ইউনিয়ন অফিস দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

তিন চারদিন আগে মহিলার মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ । মহিলার কাছ থেকে কোনও পরিচয়পত্র উদ্ধার হয়নি । তবে আশপাশের থানায় বিষয়টি জানানো হয়েছে । ওই থানা এলাকাগুলিতে কেউ নিখোঁজ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details