পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Body Recovered from Behala: মহিলা হোমগার্ডের অস্বাভাবিক মৃত্যু! খুন না আত্মহত্যা? তদন্তে পুলিশ - Kolkata Police

এক মহিলা হোমগার্ডের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল বেহালায় (Homeguard's Body Recovered) । স্থানীয় সূত্রে জানা গিয়েছে তিনি ভাড়া থাকতেন, সেই বাড়ি থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই মহিলা হোমগার্ডের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশের তরফে। আসল ঘটনা কী তা জানা যাবে ময়নাতদন্তের পর ৷

Body Recovered from Behala
ফাইল ছবি

By

Published : Feb 13, 2023, 10:07 PM IST

কলকাতা, 13 ফেব্রুয়ারি:বেহালায় কলকাতা পুলিশের (Kolkata Police) মহিলা হোমগার্ডের অস্বাভাবিক মৃত্যু (Unnatural Death)! জানা গিয়েছে গত তিন মাস ধরে বেহালার ভাষাপাড়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন ওই মহিলা হোমগার্ড সোমা ভট্টাচার্য ৷ বয়স 48 বছর। সোমবার ভাষাপাড়ায় ওই বাড়ি থেকেই মহিলা হোমগার্ডের মৃতদেহ উদ্ধার করা হয় ৷ ঘটনাস্থল থেকে একটি বাটি এবং বেশ কিছু কীটনাশক দ্রব্য উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই মহিলা হোমগার্ড আত্মহত্যাই করেছেন। কয়েকমাস আগে ওই মহিলার স্বামীও আত্মহত্যা করেছিলেন বলে জানা গিয়েছে ৷ তারপর থেকেই তিনি মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন বলে প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছেন।

এদিন ওই মহিলা হোমগার্ডকে বাড়ির বাইরে থেকে এলাকার প্রতিবেশীরা ডাকাডাকি করেন ৷ কিন্তু তিনি কোনও সাড়াশব্দ দেননি। এরপরই সন্দেহ হয় প্রতিবেশীদের ৷ ঘরের দরজা-জানলা সমস্ত কিছু বন্ধ থাকায় তাঁদের সন্দেহ আরও বেড়ে যায়। খবর দেওয়া হয় স্থানীয় বেহালা থানায়। ঘটনালস্থলে পুলিশ এসে দরজা ভেঙে দেখতে পায় ঘরের মেঝেতে পড়ে রয়েছেন ওই মহিলা হোমগার্ড। সঙ্গে সঙ্গে তাঁকে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা হোমগার্ডকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ ৷ সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। যদিও সুইসাইড নোটটি ওই মহিলা হোমগার্ডের লেখা কি না, তাও খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ওই মহিলার দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃত সোমার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে পুলিশের তরফে। ইতিমধ্যেই স্থানীয় বেহালা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করেছে পুলিশ।

মৃত মহিলা হোমগার্ড সোমা ভট্টাচার্য

আরও পড়ুন:একই পরিবারের 3 ভাইবোনের অস্বাভাবিক মৃত্যু বেলঘড়িয়ায়

প্রতিবেশীরা জানান, সকালে ওই হোমগার্ডকে ডাকাডাকি করছিলেন তাঁরা। কিন্তু কোনও সাড়া পাননি। তাই বেহালা থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে দেখে মেঝেতে পড়ে রয়েছেন সোমা। বেহালা থানায় হোমগার্ডের কাজ করতেন। এখানে তিনমাস হল ভাড়া এসেছেন। মাস ছ'য়েক আগে স্বামীকে হারান। ওনার স্বামীও আত্মহত্যা করেছিলেন। এরপর থেকেই ওই মহিলা কেমন একটা মনমরা হয়ে থাকতেন। দেখে মনে হত কিছু একটা চিন্তা করছেন ৷

ABOUT THE AUTHOR

...view details