কলকাতা, 6 ডিসেম্বর: গাড়ি নির্জন জায়গায় দাঁড় করিয়ে তরুণীকে গণধর্ষণের অভিযোগ খাস কলকাতায় । অভিযোগ, টলিউডে কাজ দেওয়ার নাম করে ওই তরুণীর সঙ্গে একাধিকবার ঘনিষ্ঠ হন এক যুবক ৷ এ ভাবেই চলছিল কিছুদিন ৷ এরপর সোমবার রাতে তিনি গাড়িতে করে ওই তরুণীকে একটি নির্জন জায়গায় নিয়ে যান ৷ এরপর গাড়ির ভিতরেই ওই যুবক ও গাড়ির চালক মিলে তরুণীকে গণধর্ষণ করেন বলে অভিযোগ ৷ স্থানীয় আনন্দপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার ।
জানা গিয়েছে, ওই তরুণীর সঙ্গে বেহালার এক যুবকের দীর্ঘদিনের আলাপ পরিচয় । অভিযোগ, নিজেকে টলিউডের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব বলে পরিচয় দিয়েছিলেন ওই যুবক । এরপর তাঁর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় তরুণীর ৷ অভিযোগ, গত সোমবার রাতে আনন্দপুর থানা এলাকার একটি নির্জন জায়গায় গাড়ি দাঁড় করিয়ে ওই তরুণীকে গণধর্ষণ করেন অভিযুক্ত যুবক এবং সংশ্লিষ্ট গাড়ির চালক । এই ঘটনায় তদন্তে নেমে আনন্দপুর থানার পুলিশ এখনও পর্যন্ত দু'জনকে আটক করেছে ।
কলকাতা পুলিশের ডিসি ইডি আরীশ বিলাল এ প্রসঙ্গে ইটিভি ভারতকে বলেন, "ওই মহিলার থেকে অভিযোগ পেয়ে আমরা তদন্ত শুরু করে দু'জনকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ করছি । পাশাপাশি রাস্তায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সঠিক ঘটনাটি কী হয়েছিল তা জানার চেষ্টা করা হচ্ছে ।"