পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টলিউডে কাজের টোপ দিয়ে একাধিকবার ঘনিষ্ঠ, পরে নির্জনে নিয়ে গিয়ে গাড়িতে গণধর্ষণ তরুণীকে ! - Woman gang raped in Kolkata

Woman gang-raped in Kolkata: টলিউডের কাজ দেওয়ার টোপ দিয়ে একাধিকবার এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ রয়েছে এক যুবকের বিরুদ্ধে ৷ এরপর গত সোমবার রাতে একটি নির্জন জায়গায় নিয়ে তিনি ও গাড়ির চালক গাড়ির মধ্যেই তরুণীকে গণধর্ষণ করেন বলে অভিযোগ ৷ তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ ৷

Woman gang-raped in Kolkata
গাড়িতে গণধর্ষণ তরুণীকে !

By ETV Bharat Bangla Team

Published : Dec 6, 2023, 3:41 PM IST

Updated : Dec 6, 2023, 5:31 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর: গাড়ি নির্জন জায়গায় দাঁড় করিয়ে তরুণীকে গণধর্ষণের অভিযোগ খাস কলকাতায় । অভিযোগ, টলিউডে কাজ দেওয়ার নাম করে ওই তরুণীর সঙ্গে একাধিকবার ঘনিষ্ঠ হন এক যুবক ৷ এ ভাবেই চলছিল কিছুদিন ৷ এরপর সোমবার রাতে তিনি গাড়িতে করে ওই তরুণীকে একটি নির্জন জায়গায় নিয়ে যান ৷ এরপর গাড়ির ভিতরেই ওই যুবক ও গাড়ির চালক মিলে তরুণীকে গণধর্ষণ করেন বলে অভিযোগ ৷ স্থানীয় আনন্দপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার ।

জানা গিয়েছে, ওই তরুণীর সঙ্গে বেহালার এক যুবকের দীর্ঘদিনের আলাপ পরিচয় । অভিযোগ, নিজেকে টলিউডের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব বলে পরিচয় দিয়েছিলেন ওই যুবক । এরপর তাঁর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় তরুণীর ৷ অভিযোগ, গত সোমবার রাতে আনন্দপুর থানা এলাকার একটি নির্জন জায়গায় গাড়ি দাঁড় করিয়ে ওই তরুণীকে গণধর্ষণ করেন অভিযুক্ত যুবক এবং সংশ্লিষ্ট গাড়ির চালক । এই ঘটনায় তদন্তে নেমে আনন্দপুর থানার পুলিশ এখনও পর্যন্ত দু'জনকে আটক করেছে ।

কলকাতা পুলিশের ডিসি ইডি আরীশ বিলাল এ প্রসঙ্গে ইটিভি ভারতকে বলেন, "ওই মহিলার থেকে অভিযোগ পেয়ে আমরা তদন্ত শুরু করে দু'জনকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ করছি । পাশাপাশি রাস্তায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সঠিক ঘটনাটি কী হয়েছিল তা জানার চেষ্টা করা হচ্ছে ।"

প্রাথমিক তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে যে, ওই তরুণীকে টলিউডে কাজ পাইয়ে দেবে বলে টোপ দিয়ে একাধিকবার তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন অভিযুক্ত । কিন্তু দীর্ঘদিন ধরে এই কাজ করে গেলেও যুবক ওই তরুণীকে টলিউডে কাজ দিতে পারেননি বলে জানা গিয়েছে ৷ এই নিয়ে তাঁদের সম্পর্ক তিক্ত হয় ৷

গত সোমবার গোটা বিষয়টি মিটমাট করে নেওয়ার জন্য ওই যুবক আনন্দপুর থানা এলাকায় ওই তরুণীকে ডাকেন । তিনি এলে তাঁকে গাড়িতে তুলে নিয়ে কথা বলার অছিলায় তাঁকে আনন্দপুর থানা এলাকার একটি নির্জন জায়গায় নিয়ে যান অভিযুক্ত ৷ অভিযোগ, সেখানেই মদ্যপ অবস্থায় ওই যুবক এবং গাড়ির চালক তরুণীকে গণধর্ষণ করেন । এই ঘটনায় 24 ঘণ্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেলেও এখনও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি ।

আরও পড়ুন:

  1. পিতৃ পরিচয় নিয়ে সন্দেহ, দেড় মাসের শিশুকে পিটিয়ে হত্যা মায়ের প্রেমিকের
  2. কিশোরীর অশ্লীল ভিডিয়ো করে লাগাতার গণধর্ষণ ! জোর করে ধর্মান্তরিত করারও অভিযোগ
  3. স্ত্রীর হাত ভেঙেও কমল না রাগ, তিন মাসের মেয়েকে আছড়ে মারল মদ্যপ বাবা
Last Updated : Dec 6, 2023, 5:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details