পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টার্গেট ছিল স্কুল পড়ুয়ারা, গ্রেপ্তার মহিলা মাদক কারবারি - drug peddler

পড়ুয়াদের হাতে মাদক তুলে দেওয়ার অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। অভিযুক্তের নাম মুন্নি দাস।

মুন্নি দাস

By

Published : Mar 5, 2019, 6:21 PM IST

কলকাতা, ৫ মার্চ: টার্গেটে ছিল স্কুল পড়ুয়ারা। সেন্ট জেমস, প্র্যাট মেমোরিয়াল, ফ্র্যাঙ্ক অ‍্যান্টনি, ক‍্যালকাটা বয়েজ়ের মতো অভিজাত স্কুলগুলির পড়ুয়াদের হাতে চড়া দামে তুলে দেওয়া হত মাদক। তবে শেষ রক্ষা হল না। গতকাল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল পর্দাফাঁস করেছে চক্রের। গ্রেপ্তার করা হয়েছে এক মহিলা মাদক কারবারিকে। তার নাম মুন্নি দাস। খোঁজ চলছে চক্রের পান্ডাদের।

মাদক কারবারিদের টার্গেটে রয়েছে স্কুল পড়ুয়ারা। নারকোটিক কন্ট্রোল বিউরো, কলকাতা পুলিশের অ‍্যান্টি নারকোটিক সেলের শেষ কয়েকটি অভিযান সেই কথাই বলছে। কয়েকমাস আগে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে গ্রেপ্তার করা হয় এক মাদক কারবারিকে। জানা যায়, সে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাদক বিক্রি করত। ফোন করলেই সে পডু়য়াদের কাছে পৌঁছে দিত চরস, গাঁজা সহ বিভিন্ন মাদক। বিশেষ সূত্রে জানা যায়, মধ‍্য কলকাতার এন্টালি এলাকায় স্কুল পড়ুয়াদের মধ‍্যে মাদক বিক্রি করছে একটি চক্র। বিষয়টি নিয়ে নজরদারি শুরু করে গোয়েন্দারা। জানা যায়, পড়ুয়াদের হাতে মাদক তুলে দিচ্ছে এক মহিলা।

ওই মহিলাকে ধরার জন্য ফাঁদ পাতা হয়। গতকাল কলকাতা পুলিশের গোয়েন্দা দলের পাতা ফাঁদে ধরা দেয় ওই মহিলা মুন্নি দাস। সেন্ট জেমস স্কুলের সামনে ৭৭ আচার্য জগদীশ চন্দ্র বসু রোড থেকে গ্রেপ্তার করা হয় তাকে। তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, মুন্নির পিছনে রয়েছে বড়সড় মাদক চক্র। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সেই চক্রের মাথাদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details