কলকাতা, 1 অক্টোবর: আদতে ক্যানিংয়ের বাসিন্দা । স্বামীর ঘর ছেড়ে যাদবপুরে এসে উঠেছিলেন মহিলা । ভাড়া থাকতেন আজাদগড়ে । সেখানে মাঝেমধ্যে আসতেন তাঁর প্রেমিক । দু'দিন আগে রাতেও এসেছিলেন । ওই দিনই প্রেমিকের সঙ্গে ঝগড়ার জেরে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি । তাঁকে বাঁচাতে গিয়ে শরীরের অনেকটা অংশ পুড়ে যায় প্রেমিকেরও । পরে দু'জনকেই উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয় । গতকাল সকালে মৃত্যু হয় মহিলার । আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন প্রেমিক ।
প্রেমিকের সঙ্গে অশান্তির জের, আজাদগড়ে আত্মঘাতী মহিলা - Women burnt
প্রেমিকের সঙ্গে অশান্তির জেরে গায়ে আগুন লাগিয়ে দেন এক মহিলা । তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয় । গতকাল সকালে মৃত্যু হয় তাঁর ।
ক্যানিংয়ের বিশ্বনাথ সর্দারের স্ত্রী অনিতা সর্দার । বয়স 38 বছর । যাদবপুরের 4/4 আজাদগড়ে ভাড়া থাকতেন । বাড়িটির একতলায় ভাড়া থাকতেন অনিতা ।তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তরুণ সর্দারের । সেখানে মাঝেমধ্যে আসতেন তিনি । থাকতেন রাতে । পরশু আজাদগড় থেকে ফোন যায় 100 ডায়ালে । বলা হয়, ঘরের ভেতরে কেউ জ্বলছে । লালবাজার পুলিশ কন্ট্রোল রুম থেকে পুরো বিষয়টি জানানো হয় যাদবপুর থানায় । রাত সাড়ে বারোটা নাগাদ সেখানে পৌঁছায় পুলিশ । দেখা যায় অনিতার সর্বাঙ্গ প্রায় পুড়ে গেছে । সেই অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন তিনি। পাশে বসে রয়েছেন তরুণ । তাঁর হাত পুড়ে গেছে । অনিতাকে নিয়ে যাওয়া হয় নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে । তরুণকে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে। গতকাল সকালে মৃত্যু হয় অনিতার। তরুণের চিকিৎসা চলছে SSKM-এই।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ভাড়া বাড়িতে থাকা নিয়ে অনিতার সঙ্গে তরুণের গতরাতে অশান্তি হয় । সেই অশান্তির জেরেই রেগে গিয়ে অনিতা গায়ে কেরোসিন তেল ঢেলে জ্বালিয়ে দেয় । তাঁকে বাঁচাতে যায় তরুণ । কিন্তু পারেননি । পরে পুলিশ পুরো বিষয়টি দু'জনের পরিবারকে জানায় । অনিতার দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য ।