পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খিদিরপুরে মহিলার দেহ উদ্ধার, স্বামীই ঘাতক; অনুমান পুলিশের - কলকাতার বসতিপূর্ণ এলাকায় মহিলার দেহ উদ্ধার

Woman Body Recovered: খিদিরপুরের সাউথ পোর্ট‌ থানা এলাকা থেকে রহস্যজনকভাবে এক মহিলার দেহ উদ্ধার হয়েছে ৷ তাঁর স্বামীই 40 বছর বয়সি এই মহিলাকে খুন করেছেন বলে তদন্তে পুলিশের প্রাথমিক অনুমান ৷

Woman Body Recovered
খিদিরপুরে ঘর থেকে মহিলার দেহ উদ্ধার

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2023, 1:58 PM IST

Updated : Dec 10, 2023, 3:21 PM IST

কলকাতা, 10 ডিসেম্বর: খাস কলকাতায় আবারও রহস্যজনক মৃত্যু । নিজের ঘর থেকে মহিলার দেহ উদ্ধার ৷ মৃতের নাম আঞ্জুয়ারা খাতুন মোল্লা ৷ বয়স 40 বছর ৷ ঘটনাটি ঘটেছে খিদিরপুর সাউথ পোর্ট থানা এলাকার ডক ইস্ট বাউন্ডারি রোডে ৷ মহিলার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । গৃহবধূকে তাঁর স্বামী হত্যা করেছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান ৷

সূত্রের খবর, 20 বছর হল আঞ্জুয়ারার বিয়ে হয়েছে ৷ কিন্তু বিয়ের কুড়ি বছর ধরেই স্বামী-স্ত্রী'র সম্পর্ক ভালো ছিল না। বনিবনা হত না তাঁদের ৷ ফলে নিত্যদিন ঝামেলা লেগেই থাকত দম্পতির ৷ সম্পর্কের টানাপোড়েনের জেরে শেষে তাঁরা আদালতের দ্বারস্থ হন ৷ বিবাহ-বিচ্ছেদের মামলাও চলছিল দম্পতির ৷ আঞ্জুয়ারা সেই মামলা জিতেও গিয়েছিলেন বলে জানা গিয়েছে । জানা গিয়েছে, এরপরেও মাঝেমধ্যেই রাতে আঞ্জুয়ারার বাড়িতে যেতেন তাঁর স্বামী। কখনও দরজা খুলতেন আবার কখনও বা দরজা খুলতেন না আঞ্জুয়ারা।

প্রতিবেশীরা জানাচ্ছেন, শনিবারও রাতেও আঞ্জুয়ারার কাছে এসেছিলেন তাঁর স্বামী । প্রত্যেকদিনের মতো রবিবার সকালবেলা এই অঞ্চলে জলের গাড়ি আসে ৷ কিন্তু আঞ্জুয়ারা এদিন জল নিতে না-বেরনোয় পাড়া-প্রতিবেশীরা আঞ্জুয়ারাকে ডাকতে যান ৷ তবে তিনি দরজা না-খোলায় প্রতিবেশীদের সন্দেহ হয় ৷ এরপর তারা দরজা খুলে ঘরে ঢুকে দেখে ,কম্বল মুড়ি দিয়ে পড়ে রয়েছেন আঞ্জুয়ারা । তাঁরা পুলিশে খবর দেন ৷ পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় ৷

ঘটনার তদন্ত নেমে পুলিশের প্রাথমিক অনুমান, শ্বাসরোধ করে আঞ্জুয়ারাকে হত্যা করা হয়েছে ৷ তাঁর স্বামী তাঁকে খুন করেছেন বলে অনুমান ৷ দেহটি ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ রিপোর্ট আসার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে ৷ পুলিশ সূত্রের খবর, আঞ্জুয়ারা যে মোবাইল ফোন ব্যবহার করতেন সেটি খুঁজে পাওয়া যাচ্ছে না । ঘটনার পর থেকেই নিখোঁজ তাঁর স্বামী । তাই পুলিশের সন্দেহর তির আঞ্জুয়ারা স্বামীর দিকেই ।

আরও পড়ুন:

  1. কলেজের হস্টেল থেকে প্রথম বর্ষের ছাত্রীর দেহ উদ্ধার, তরুণী ভিনরাজ্যের বাসিন্দা
  2. বাগুইআটিতে সিমেন্টের ড্রাম থেকে মহিলার দেহ উদ্ধারের ঘটনায় নমুনা সংগ্রহে ফরেনসিক দল
  3. চাকুলিয়ায় বাড়ির সামনেই মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
Last Updated : Dec 10, 2023, 3:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details