পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেলগাছিয়া স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ যুবতির

বেলগাছিয়া স্টেশনে ডাউন লাইনে 11টা 35 মিনিটে ঢুকছিল ডাউন লাইনের মেট্রো । সেই সময়েই মেট্রোর সামনে ঝাঁপিয়ে পড়েন যুবতি । তাঁকে জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে ।

metro
metro

By

Published : Oct 11, 2020, 2:28 PM IST

কলকাতা, 11 অক্টোবর : কোরোনা ও লকডাউনের কারণে কয়েকমাস বন্ধ থাকার পর শুরু হয়েছে মেট্রো । পরিষেবা শুরুর একমাস কাটতে না কাটতে ফের মেট্রোতে আত্মহত্যার চেষ্টার ঘটনা । আজ মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবতি । 11টা 35 মিনিটে বেলগাছিয়া স্টেশনে ডাউন লাইনে মেট্রোর সামনে ঝাঁপিয়ে পড়েন । 24 বছরের ওই যুবতিকে জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে ।

বেলগাছিয়া স্টেশনে ডাউন লাইনে 11টা 35 মিনিটে ঢুকছিল ডাউন লাইনের মেট্রো । সেই সময়েই মেট্রোর সামনে ঝাঁপিয়ে পড়েন তিনি । কিন্তু মেট্রোচালক সঙ্গে সঙ্গে মেট্রো থামিয়ে দেন । এরপরই দ্রুত শুরু হয় উদ্ধারের কাজ । 20 মিনিট মেট্রো পরিষেবা বন্ধ ছিল ।

12টা 15মিনিট নাগাদ উদ্ধার করা হয় ওই যুবতিকে । আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয় । তাঁর একটি হাত গুরুতর ভাবে জখম হয়েছে । অস্ত্রোপচার চলছে ।

ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয় 12টা 24 মিনিটে । রবিবার বলে মেট্রো স্টেশনে ভিড় কম ছিল । যেই সময় দুর্ঘটনা হয়, তখন প্ল্যাটফর্মে যাত্রীসংখ্যা কম ছিল । তাই 20 মিনিট মেট্রো বন্ধ থাকায় কাউকে অসুবিধায় পড়তে হয়নি । তবে এইরকম ঘটনা বারবার হওয়ায় আজ আবার প্রশ্নের মুখে মেট্রোর নিরাপত্তা পরিষেবা

ABOUT THE AUTHOR

...view details