পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Behala woman fire : মারধর করে নগ্ন ছবি পোস্ট, বেহালায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা মহিলার - বিবাহ-বর্হিভূত সম্পর্কের জের

মারধোর, নগ্ন ছবি পোস্টের জেরে বচসা ৷ তারপরই নিজেই গায়ে আগুন দিলেন মহিলা (Behala woman fire) ৷ বিবাহ-বর্হিভূত সম্পর্কের জেরেই এই ঘটনা বলে অনুমান ৷ তদন্তে পুলিশ ৷

behala news
আত্মহত্যার চেষ্টা মহিলা

By

Published : Mar 21, 2022, 12:57 PM IST

বেহালা, 21 মার্চ : রবিবার বেহালার 14 নম্বর আর্য সমিতির দেবদারু ফটোক ক্লাবের মাঠে একজন মহিলা ও পুরুষের সঙ্গে বচসা হচ্ছিল ৷ হঠাৎই ওই মহিলা নিজের গায়ে নিজেই আগুন দেন (Behala woman fire) ৷ দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করার সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারা এসে ওই মহিলার গায়ে একটি চট জড়িয়ে মাটিতে শুইয়ে দিয়ে আগুন নিভিয়ে দেন।

এরপর আহত অবস্থায় বেশ কিছুক্ষণ ওই ক্লাবের মাঠের মধ্যে পড়ে থাকেন ওই মহিলা। স্থানীয়দের তরফ থেকে পুলিশে খবর দেওয়া হয় ৷ স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ওই মহিলার নাম সোমা সিং ওরফে ফুলি। যাঁর সঙ্গে মহিলার বচসা হয়, তাঁর নাম উত্তম গায়েন।

অগ্নিদগ্ধ সোমা সিং বলেন," উত্তম গায়েনের স্ত্রী মামনি গায়েন বাড়িতে গিয়ে আমাকে মারধর করে ও নগ্ন করে মোবাইলে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় ৷ সেই নিয়ে আমার ও উত্তমের সঙ্গে ঝগড়া হয় ৷ তারপর আমি গায়ে আগুন দিই।"

আরও পড়ুন :Panihati Murder Case : বাবার মৃত্যুর বদলা নিতেই পানিহাটিতে দ্বিতীয় খুন, গ্রেফতার 2

অন্যদিকে উত্তম গায়েনকে অনেকবার জিজ্ঞাসা করায় তিনি প্রথমে মুখ খুলতে চাননি ৷ পরে তিনি জানান, সোমা ও তিনি একে অপরের বন্ধু ৷ তাঁর স্ত্রীর এতে সন্দেহ হয়েছিল ৷ এদিন এই নিয়ে একে অপরের সঙ্গে ঝগড়া হচ্ছিল ৷ হঠাৎই সোমা নিজেই গায়ে আগুন লাগিয়ে দেন ৷ বর্তমানে সোমা বিদ্যাসাগর হাসপাতালে চিকিৎসাধীন ৷ উত্তম গায়েনকে আটক করেছে পর্ণশ্রী থানার পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details