কলকাতা, ২৪ ফেব্রুয়ারি: ফের ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে এক সোনা পাচারকারীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম ললিতা মণ্ডল(৩০)। সে দত্তফুলিয়ার হরিলতাপাড়ার বাসিন্দা। তার কাছ থেকে ২১ লাখেরও বেশি মূল্যের সোনার বিস্কুট উদ্ধার হয়েছে।
গতকাল বিকেলে নদিয়ার হরিতলাপাড়া এবং কালুপুরের কাঁটাতার বিহীন সীমান্ত এলাকায় ললিতাকে দেখতে পান জওয়ানরা। তাকে জিজ্ঞাসাবাদ করতেই সে অসংলগ্ন কথা বলতে শুরু করে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৩৬টি সোনার আংটি এবং ২০টি ব্রেসলেট উদ্ধার করা হয়। যার ওজন ৬৫০ গ্রামেরও বেশি। পরে ওই যুবতিকে নিজেদের হেপাজতে নেয় BSF।