কলকাতা, 12 জানুয়ারি : কলকাতা থেকে মুম্বইয়ের পথে তখন সবে টেক অফ করেছে এয়ার এশিয়ার বিমান ৷ উপস্থিত 114 জন যাত্রী ৷ ওড়ার কিছুক্ষণ পরই মোহিনী এক বিমানকর্মীকে একটি নোট দেয় ৷ সঙ্গে বলে, নোটটি পাইলটকে দিয়ে দিতে ৷ নোটে লেখা ছিল, তার গায়ে বোমা বাঁধা আছে ৷ যে কোনও সময় বিস্ফোরণ হয়ে যেতে পারে ৷
সঙ্গে সঙ্গে যোগাযোগ করা হয় এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (ATC) সঙ্গে ৷ কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণের নির্দেশ দেয় ATC ৷ পাশাপাশি পিছিয়ে দেওয়া হয় একাধিক বিমানের অবতরণের সময় ৷
ATC-র তরফে জানানো হয়, গতকাল রাত 9টা 57 নাগাদ বিমানটি টেক অফ করেছিল ৷ এক ঘণ্টা পরই বোমাতঙ্কর খবর আসে তাদের কাছে ৷ 11টা নাগাদ জরুরি অবতরণের কথা ঘোষণা করা হয় ৷ 11টা 46 নাগাদ বিমানটিকে বিমানবন্দরের ভিতরেই একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হয় ৷
বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণের পরই সমস্ত যাত্রীকে তল্লাশি করে CISF ৷ তবে তল্লাশিতে কিছু পাওয়া যায়নি ৷ পাইলটকে বিভ্রান্ত করা ও বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয় মোহিনীকে ৷ প্রাথমিক তদন্তে মোহিনীর মানসিক সমস্যা রয়েছে বলেই মনে করছে পুলিশ ৷ তার আচরণ স্বাভাবিক নয় বলেও জানানো হয়েছে ৷