পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বধূকে পুড়িয়ে মারার অভিযোগে ধৃত স্বামী-সহ 3 - চিৎপুর

পুলিশ সূত্রে খবর, ঘটনার সূত্রপাত 21 মে । অত্যাচার অবশ্য শুরু হয়েছিল বিয়ের পর থেকেই । এরপর গত 21 মে 26 বছরের প্রিয়াঙ্কা সাহাকে অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া যায় । তাকে নিয়ে যাওয়া হয় R G কর হাসপাতালে ।

woman murdered by in laws , police arrested accused in chitpur kolkata
গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগে শ্বশুরবাড়ির লোকদের গ্রেপ্তার করল পুলিশ

By

Published : May 30, 2020, 11:46 PM IST

কলকাতা, 30 মে : গৃহবধূকে পণের দাবিতে পুড়িয়ে মারার অভিযোগ। ঘটনা কলকাতার চিৎপুরে ৷ ঘটনার তদন্তে নেমে আজ পলাতক ওই যুবতির স্বামী শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তার করল পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, ঘটনার সূত্রপাত 21 মে । অত্যাচার অবশ্য শুরু হয়েছিল বিয়ের পর থেকেই । এরপর গত 21 মে 26 বছরের প্রিয়াঙ্কা সাহাকে অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া যায় । তাকে নিয়ে যাওয়া হয় R G কর হাসপাতালে । 22 মে চিৎপুর থানায় অভিযোগ দায়ের করেন প্রিয়াঙ্কার পরিবারের লোকেরা । তাঁদের অভিযোগ, গত সাড়ে ছয় বছর ধরে প্রিয়াঙ্কার উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাচ্ছিলেন শ্বশুরবাড়ির লোকজন । তাদের দাবি ছিল, বাপের বাড়ি থেকে টাকা চাই । শ্বশুরবাড়ি ও স্বামীর অত্যাচারে রীতিমত মানসিকভাবে ভেঙে পড়েছিলেন প্রিয়াঙ্কা । 37 বছরের স্বামী সমর সাহাকে বারবার বাপের বাড়ির অসহায়তার কথা জানিয়েছিলেন । কিন্তু লাভ হয়নি ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত 21 মে কেরোসিনে দগ্ধ দেহ মেলে প্রিয়াঙ্কার ৷ তবে তিনি নিজে আত্মহত্যার চেষ্টা করেছিলেন কি না তা খতিয়ে দেখছে পুলিশ । সেই সূত্রেই অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে । গত 27 মে মৃত্যু হয়েছে প্রিয়াঙ্কার । এই ঘটনার পর থেকেই তাঁর স্বামী সমর, শাশুড়ি (60) ও শ্বশুর রতন সাহা (60) পলাতক ছিলেন । আজ তাদের বারাসাত থেকে গ্রেপ্তার করা হয়েছে । ঘটনায় আর এক অভিযুক্ত ননদ মধুমিতা দাস এখনও পলাতক ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details